আফ্রিকার কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৭:২২ পিএম
এডিএফ (এলাইড ডেমোক্র্যাটিক ফোর্স) বিদ্রোহীদের হামলায় আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলে অন্তত ১২ জন নিহত হয়েছে। স্থানীয় কিছু সূত্রের বরাতে বুধবার (২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে এএফপি।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রদেশের দুটি স্থানে দুদিন ধরে হামলা চালায় বিদ্রোহীরা। বিলেনদু গ্রামে বিদ্রোহীদের হাতে অন্তত আটজনের মৃত্যু হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, মাঙ্গোয়া গ্রামে বিদ্রোহীরা আরও চারজনকে হত্যা করে এবং এই দুটি স্থানের বেশ কিছু ঘরবাড়িতে আগুন লাগানো হয়।
এর আগে, ক্রিসমাসের সময় দেশটির উত্তর কিভু প্রদেশে এডিএফের একাধিক হামলায় ২১ জন নিহত হয়। সেই হামলার রেশ কাটতে না কাটতেই আবারও এই হামলার ঘটনা ঘটলো।
উল্লেখ্য, এডিএফ ১৯৯০ সালের মাঝামাঝি থেকে কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে সক্রিয় রয়েছে। এই এলাকায় তাদের যোদ্ধাদের হাতে কয়েক হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে।