তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১১:০৩ এএম
ছবি : সংগৃহীত
চীনের তিব্বতে একটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। হিমালয়ের উত্তর পাদদেশে আঘাত হানা এই কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৬.৮ ছিল।
এই শক্তিশালী ভূমিকম্পের কম্পন প্রতিবেশী নেপাল, ভুটান ও ভারতেও অনুভূত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) ডয়চে ভেলে এবং আল জাজিরার পৃথক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ডয়চে ভেলে জানায়, মঙ্গলবার সকালে হিমালয়ের পাদদেশে রিখটার স্কেলে ৬.৮ মাত্রার ভূমিকম্পে কয়েক ডজন লোক নিহত ও আরও কয়েক ডজন আহত হয়েছেন। স্থানীয় চীনা মিডিয়া জানিয়েছে, তিব্বতের শিগাৎসে শহরে এবং আশপাশের এলাকায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। নেপাল ও ভারতেও এই কম্পন অনুভূত হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, তিব্বতের ডিংরি কাউন্টির চাংসুও, কুলুও এবং কুওগুও শহরগুলোতে ভূমিকম্পে প্রাণহানি হয়েছে। স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে এই ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২ মাইল)। প্রথমে ভূমিকম্পের মাত্রা ৬.৯ ছিল, যা পরে সংশোধন করে ৬.৮ করা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১। সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, সকাল ১০টা নাগাদ “একাধিক আফটারশক” রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে তীব্র আফটারশকের মাত্রা ছিল ৪.৪।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি জানিয়েছে, “ডিংরি কাউন্টি এবং এর আশপাশের এলাকায় অত্যন্ত শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে এবং ভূমিকেন্দ্রের কাছাকাছি অনেক ভবন ধসে পড়েছে।”
রয়টার্স নিউজ এজেন্সির ভিডিও ফুটেজে দেখা গেছে, শিগাৎসে এবং লাতসে শহরে ক্ষতিগ্রস্ত ভবন ও ভেঙে পড়া দোকানের সামনে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে।