পাকিস্তানের ইসলামাবাদে জার্মানি কূটনীতিকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০৪:০২ পিএম
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জার্মান এক কূটনীতিকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) ইসলামাবাদের কূটনৈতিক এলাকা কারাকোরাম হাইটসে নিজ বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মৃত কূটনীতিক, টমাস জার্গেন বিলেফেল্ড (৫৮), জার্মান দূতাবাসে দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পুলিশ জানিয়েছে, তার চোখ, নাক ও মুখে রক্তাক্ত চিহ্ন ছিল। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের বরাত দিয়ে জানা গেছে, সোমবার কর্মস্থলে অনুপস্থিত ছিলেন টমাস। দূতাবাস থেকে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি। পরে দূতাবাসের একজন কর্মী এবং কর্মকর্তারা টমাসের বাসভবনে যান। দরজা ভেতর থেকে বন্ধ থাকায় তালা ভেঙে প্রবেশ করলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, টমাস অতীতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তবে এটি প্রাকৃতিক মৃত্যু নাকি কোনো অপরাধের ঘটনা, তা স্পষ্ট নয়। তার মোবাইলের সর্বশেষ হোয়াটসঅ্যাপ সক্রিয়তা শনিবার রাত ৭টা ৪৪ মিনিটে দেখা গেছে।
এ ঘটনায় পাকিস্তানি পুলিশ তদন্ত শুরু করেছে এবং আশপাশের এলাকার সুরক্ষা ফুটেজ ও অন্যান্য তথ্য পর্যালোচনা করছে। এদিকে, জার্মান দূতাবাস পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে।
জার্মান দূতাবাসের মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।