ছবি : সংগৃহীত
চীনে ছড়িয়ে পড়া হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) এখন ভারতের মাটিতেও প্রবেশ করেছে। কর্নাটক, তামিলনাড়ু এবং গুজরাটে এই ভাইরাসে পাঁচ শিশুর আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
সোমবার (৬ জানুয়ারি) কর্নাটক, গুজরাট ও মহারাষ্ট্রসহ বেশ কয়েকটি রাজ্য সতর্কতা জারি করেছে। জনগণকে আতঙ্কিত না হতে অনুরোধ জানিয়ে স্থানীয় সরকারগুলো জানিয়েছে, সংক্রমণ মোকাবিলায় হাসপাতালগুলো সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আশ্বস্ত করেছেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং উদ্বেগের কোনো কারণ নেই।"
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, এইচএমপিভি ভাইরাসের লক্ষণগুলো সাধারণত ঠান্ডা জ্বর, কাশি এবং শ্বাসকষ্টের মতো হতে পারে। গুরুতর অবস্থায় এটি নিউমোনিয়ায় রূপ নিতে পারে। বিশেষ করে শিশু ও বয়স্করা এই ভাইরাসে আক্রান্ত হওয়ার মারাত্মক ঝুঁকিতে রয়েছেন।