শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১০:৩৪ এএম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
গত বছরের আগস্টে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেন। তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান থাকায় এবং গ্রেফতারি পরোয়ানা থাকায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে আইনি পদক্ষেপ নিতে শুরু করেছে। এই পরিস্থিতির মধ্যে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য আবেদন জানিয়েছে।
তবে ভারত সরকার সম্প্রতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে।
হিন্দুস্তান টাইমসের সূত্র অনুযায়ী, শেখ হাসিনার ভিসা সম্প্রতি বাড়ানো হয়েছে। যদিও ভারত শরণার্থী এবং অ্যাসাইলামের জন্য কোনো সুনির্দিষ্ট আইন না থাকার কারণে, তাকে ভারতের পক্ষ থেকে অ্যাসাইলাম দেওয়ার বিষয়ে কোনো সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।
ভারতীয় সূত্র জানিয়েছে, ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এবং স্থানীয় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) এর মাধ্যমে পরিচালিত হয়েছে।
এদিকে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে ৭৫ জনকে জুলাই মাসের গণহত্যার সঙ্গে এবং ২২ জনকে গুমের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পাসপোর্ট বাতিল করা হয়েছে।
গত ২৩ ডিসেম্বর, শেখ হাসিনাকে ভারতে থেকে দেশে ফেরত আনতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতকে একটি চিঠি পাঠায়। তবে, ভারত এখনও এর ওপর কোনো উত্তর দেয়নি, এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সূত্র : হিন্দুস্তান টাইমস