Logo
Logo
×

আন্তর্জাতিক

ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল এলাকা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১১:২৯ এএম

ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল এলাকা

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরের অন্যতম বিলাসবহুল অঞ্চল প্যাসিফিক প্যালিসেডস ভয়াবহ দাবানলে বিপর্যস্ত। হলিউড তারকাদের বিলাসবহুল বাড়িসহ কোটি কোটি ডলারের সম্পদ এই দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় কর্মকর্তাদের মতে, এই দাবানল ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক হতে পারে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল পর্যন্ত দাবানলের এক শতাংশও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। প্রশান্ত মহাসাগরের উপকূল থেকে লস অ্যাঞ্জেলেসের উত্তরের পাহাড় পর্যন্ত ছড়িয়ে পড়া এই আগুনে এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্ষতির প্রাথমিক পরিমাণ ১ হাজার কোটি থেকে ৬ হাজার কোটি ডলারের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশাল এই দাবানলে লস অ্যাঞ্জেলেসের ২৭ হাজার একর জায়গা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। হলিউড হিলস এলাকায় শুরু হওয়া আগুনে জেমস উড, জেনিফার অ্যানিস্টন, ব্র্যাডলি কুপার, টম হ্যাঙ্কস, বেন অ্যাফ্লেক, মাইকেল কিটন, অ্যাডাম স্যান্ডলারসহ অনেক সেলিব্রিটির বাড়ি পুড়ে গেছে। অভিনেত্রী প্যারিস হিলটনও ঘরহারা হয়েছেন।

দাবানলের কারণে রিয়েল এস্টেট ও বীমা প্রতিষ্ঠানগুলো বড় ধরনের সংকটে পড়তে পারে। বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, প্যাসিফিক প্যালিসেডসে বীমার খরচ যুক্তরাষ্ট্রের অন্যান্য অঞ্চলের তুলনায় তুলনামূলক সস্তা ছিল। গত বছর এই অঞ্চলের বাড়ির মালিকেরা গড়ে ৫,৪৫০ ডলার প্রিমিয়াম দিয়েছেন, যা অন্যান্য রাজ্যের চেয়ে কম। কিন্তু এই বিপর্যয়ের পর বীমা খরচে বড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

ক্যালিফোর্নিয়ার কঠোর বীমা নীতিমালা সাশ্রয়ী বীমা প্রিমিয়ামের কারণ হলেও বর্তমান দাবানল পরিস্থিতি বীমা কোম্পানিগুলোর কভারেজ কমিয়ে দেওয়ার প্রবণতা আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন