Logo
Logo
×

আন্তর্জাতিক

ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে আশ্চর্যজনকভাবে বামপন্থিদের জয়জয়কার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ১২:৫৭ পিএম

ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে আশ্চর্যজনকভাবে বামপন্থিদের জয়জয়কার

ফরাসি নির্বাচনে বামপন্থিদের জয়জয়কার, পদত্যাগ করবেন প্রধানমন্ত্রী। ছবি : সংগৃহীত

ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে উগ্র ডানপন্থি ন্যাশনাল র‌্যালিকে আশ্চর্যজনকভাবে পেছনে ফেলে সবচেয়ে বেশি সংখ্যক আসনে জয় লাভ করেছে বামপন্থি জোট নিউ পপুলার ফ্রন্ট (এনপিএফ)। কিন্তু কোনো দলই এককভাবে সরকার গঠনের মতো আসন পায়নি। তাই ফ্রান্স এখন ঝুলন্ত পার্লামেন্টের মুখোমুখি। 

৩০ জুন প্রথম দফার ভোটে ৩৭ আসন পেয়ে সবচেয়ে বেশি আসনে জয় লাভ করেছিল ন্যাশনাল র‌্যালি (আরএন)। এরপর থেকে সব জনমত জরিপ দলটি জয়ী হবে বলে পূর্বাভাস দিয়েছে। তারা জয়ী হবে বলে ব্যাপকভাবে আশা করা হয়েছিল। কিন্তু দ্বিতীয় দফায় ভোটগ্রহণের ফল প্রকাশিত হওয়ার পর দলটি ১৪৩ আসন পেয়ে তৃতীয় স্থানে চলে এসেছে। 

আরএন নেতা জর্ডান বারদোলা তাদের ক্ষমতায় আরোহণ থামানোর জন্য ‘অস্বাভাবিক রাজনৈতিক জোটকে’ দায়ী করেছেন।  

এ নির্বাচনে ৫৭৭ টি আসনের মধ্যে বামপন্থি এনপিএফ জোট ১৮২ আসন পেয়ে প্রথম স্থানে রয়েছে। আর মাখোঁর এনসেম্বল জোট ১৬৮ আসনে জয় পেয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। কিন্তু ফ্রান্সে সরকার গঠনের জন্য ২৮৯ আসনের প্রয়োজন হয়। 

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বামপন্থি এনপিএফ জোট ১৮২ আসন পাওয়ায় তাদেরকে সরকার গঠন করতে হলে অন্যদের সমর্থন নিতে হবে। তাই এবার ফ্রান্সে ঝুলন্ত পার্লামেন্ট গঠিত হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে।  

এদিকে, ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তাল পদত্যাগপত্র জমা দেবেন বলে জানিয়েছেন। মাত্র সাতমাস আগেই দেশটির প্রেসিডেন্ট মাখোঁ তাকে প্রধানমন্ত্রীর পদে নিয়োগ দিয়েছিলেন।

সূত্র : বিবিসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন