Logo
Logo
×

আন্তর্জাতিক

ভয়াবহতা কমেনি ক্যালিফোর্নিয়ায় দাবানলের, নতুন দিকে ছড়াচ্ছে আগুন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১১:৪১ এএম

ভয়াবহতা কমেনি ক্যালিফোর্নিয়ায় দাবানলের, নতুন দিকে ছড়াচ্ছে আগুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানলের ভয়াবহতা এখনও কমেনি। আগুন এখন দিক পরিবর্তন করে লস অ্যাঞ্জেলসের উত্তর-পূর্বে নতুন এলাকায় ছড়াচ্ছে।

ম্যান্ডেভিলের দিকে আগুন অগ্রসর হওয়ায় আশপাশের এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আরও ১ লাখ ৬৬ হাজার মানুষকে ঘর ছাড়তে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মীরা আগুন দ্রুত ছড়িয়ে পড়া ঠেকাতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। আকাশ থেকে পানি ও অগ্নি নির্বাপক রাসায়নিক ছিটানো হচ্ছে।

তবে শনিবার থেকে বাতাসের তীব্রতা আবার বাড়তে শুরু করেছে। দেশটির আবহাওয়া বিভাগ পূর্বাভাস দিয়েছে যে বুধবার পর্যন্ত এমন পরিস্থিতি থাকতে পারে।

সবচেয়ে বড় দাবানলের কবলে থাকা প্যালিসেডে আরও ১ হাজার একর এলাকা পুড়ে গেছে। ক্যালিফোর্নিয়া প্রশাসনকে সহায়তায় প্রতিবেশী ৭ রাজ্য, কানাডা ও মেক্সিকো থেকে বিশেষ টিম পাঠানো হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন