Logo
Logo
×

আন্তর্জাতিক

জাপানের কিউশু অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১০:১৯ এএম

জাপানের কিউশু অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা

ছবি : সংগৃহীত

দক্ষিণ জাপানের কিউশু অঞ্চলে রিখটার স্কেলে ৬ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১৩ জানুয়ারি) এই ভূমিকম্পের পরপরই ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। যদিও কিছু গণমাধ্যমের দাবি, জাপানে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, সোমবার ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে কিউশু অঞ্চল। ভূমিকম্পের পর মিয়াজাকি ও কোচির দক্ষিণাঞ্চলীয় প্রিফেকচারে এক মিটার উচ্চতার ঢেউয়ের বিষয়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

জাপানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়াজাকি শহরে ইতোমধ্যেই ২০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়েছে। প্রাদেশিক এই রাজধানী শহরে প্রায় ৪ লাখ মানুষের বসবাস।

এনএইচকে আরও জানিয়েছে, ভূমিকম্পের পর পশ্চিম জাপানের ইকাতা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কিংবা কাগোশিমা প্রিফেকচারের সেনদাই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প যে অঞ্চলে আঘাত হেনেছে তার কাছাকাছি এলাকায় দু’টি বিদ্যুৎকেন্দ্র চালু রয়েছে।

এই ভূমিকম্পটি নানকাই ট্রফের সঙ্গে সম্পর্কিত কি না তা জানতে তদন্ত শুরু করেছে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ)। গত আগস্টে নানকাই ট্রফ নামে পরিচিত প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর অঞ্চলে প্রবল মাত্রার এক ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পের পর স্বাভাবিকের চেয়ে বেশি ঝুঁকির বিষয়ে প্রথমবারের মতো সতর্কতা জারি করেছিল জাপান।

জাপানে ভূমিকম্পের ঘটনা বেশ সাধারণ। এটি বিশ্বের অন্যতম ভূমিকম্প সক্রিয় এলাকা। বিশ্বে ৬ বা তার বেশি মাত্রার ভূমিকম্পের প্রায় এক-পঞ্চমাংশ জাপানে ঘটে। এর আগে, ২০১১ সালের ১১ মার্চ দেশের উত্তর-পূর্ব উপকূলে ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এটি জাপানের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল। ওই সময় ভূমিকম্পের পর বড় ধরনের সুনামি আঘাত হানে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন