Logo
Logo
×

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় জঙ্গি হামলায় নিহত ৪০ জন কৃষক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১০:৫৫ এএম

নাইজেরিয়ায় জঙ্গি হামলায় নিহত ৪০ জন কৃষক

ছবি : সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় সশস্ত্র জঙ্গিগোষ্ঠীর হামলায় অন্তত ৪০ জন কৃষক নিহত হয়েছেন। এই হামলায় জঙ্গিগোষ্ঠী আইএস সংশ্লিষ্ট যোদ্ধাদের জড়িত থাকার অভিযোগ উঠেছে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো প্রদেশে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৪০ জন কৃষক নিহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

প্রদেশটির গভর্নর বাবাগানা উমারা জুলুম এবং প্রাদেশিক তথ্য কমিশনার উসমান টার সোমবার জানান, বোকো হারাম গোষ্ঠী এবং পশ্চিম আফ্রিকা প্রদেশের আইএস সমর্থিত যোদ্ধারা এই হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

টার বলেন, জঙ্গিরা চাদ হ্রদের তীরে দুম্বার কয়েক ডজন কৃষককে আটক করে এবং গভীর রাতে তাদের গুলি করে হত্যা করে।

তিনি বলেন, প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত করা হয়েছে, প্রায় ৪০ জন কৃষক নিহত হয়েছেন। তবে হামলা থেকে পালিয়ে যাওয়া অনেককে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য খুঁজে বের করা হচ্ছে।

টার আরও জানান, প্রাদেশিক সরকার বিদ্রোহী যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইরত সৈন্যদের দুম্বা এবং আশপাশের বিস্তৃত লেক চাদ এলাকায় কার্যক্রম পরিচালনা করে বিদ্রোহীদের চিহ্নিত এবং নির্মূল করার নির্দেশ দিয়েছে।

অন্যদিকে, গভর্নর বাবাগানা উমারা জুলুম বেসামরিক নাগরিকদের নির্ধারিত নিরাপদ অঞ্চলের মধ্যে থাকতে সতর্ক করে দিয়েছেন। তিনি সশস্ত্র গোষ্ঠীর হামলার তদন্তেরও আহ্বান জানিয়েছেন।

চাদ লেক নাইজেরিয়া, নাইজার, ক্যামেরুন এবং চাদের মধ্যে বিস্তৃত এবং এটি বোকো হারাম ও আইএসডব্লিউএপি-এর আস্তানা হিসাবে কাজ করে। এসব গোষ্ঠী এখান থেকে হামলার পরিকল্পনা এবং পরিচালনা করে।

২০০৯ সালে বোকো হারাম পশ্চিমা শিক্ষার বিরুদ্ধে লড়াই করতে এবং তাদের ইসলামিক আইনের সংস্করণ চাপিয়ে দেওয়ার জন্য অস্ত্র তুলে নেয়।

জাতিসংঘের মতে, উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ৩৫ হাজার বেসামরিক লোক নিহত হয়েছেন এবং ২০ লাখেরও বেশি বাস্তুচ্যুত হয়েছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন