লেবাননের নতুন প্রধানমন্ত্রী আইসিজের প্রেসিডেন্ট নাওয়াফ সালাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১২:১৭ পিএম
শীর্ষ বিচারক নাওয়াফ সালাম
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিজে) প্রেসিডেন্ট এবং শীর্ষ বিচারক নাওয়াফ সালামকে লেবাননের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। সোমবার দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন তাকে সরকার গঠনের আহ্বান জানান।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পার্লামেন্টে ভোটের মাধ্যমে সৌদি আরবের চাপের প্রেক্ষিতে আউন লেবাননের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে সোমবার (১৩ জানুয়ারি) নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে ফের ভোট অনুষ্ঠিত হয়।
লেবাননের ১২৮ আসনের পার্লামেন্টে নাওয়াফ সালামের পক্ষে ভোট দেন ৮৪ জন এমপি। তার নিয়োগকে দেশটির দীর্ঘস্থায়ী সংকট নিরসনে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, প্রায় দুই বছর ধরে লেবাননে প্রেসিডেন্টের পদ শূন্য ছিল এবং মন্ত্রিপরিষদ তত্ত্বাবধায়ক ভিত্তিতে পরিচালিত হচ্ছিল। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পদে নিয়োগের মাধ্যমে দেশটির এই অচলাবস্থার অবসান ঘটলো।
সুন্নি মুসলিম নেতা নাওয়াফ সালাম একজন সংস্কারপন্থী হিসেবে পরিচিত। এর আগে তিনি দুইবার প্রধানমন্ত্রী পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলাসহ বিভিন্ন ট্রাইব্যুনালের নেতৃত্ব দিয়ে তিনি আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করেন।
লেবাননের সাংবিধানিক কাঠামোতে ধর্মীয় ভারসাম্য রক্ষা করা গুরুত্বপূর্ণ। সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট ম্যারোনাইট খ্রিস্টান, প্রধানমন্ত্রী সুন্নি মুসলিম, এবং সংসদীয় স্পিকার শিয়া মুসলিম হতে হয়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, নাওয়াফ সালামের নিয়োগ লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এবং তাদের শিয়া মিত্র আমাল দলের জন্য বড় ধাক্কা। তারা সাবেক তত্ত্বাবধায়ক সরকারপ্রধান নাজিব মিকাতিকে সমর্থন করেছিলেন। হিজবুল্লাহর সংসদীয় ব্লকের নেতা মোহাম্মদ রাদ এই মনোনয়নকে ‘বিভাজনমূলক’ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।