Logo
Logo
×

আন্তর্জাতিক

সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করলেন টিউলিপ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১০:৪৪ পিএম

সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করলেন টিউলিপ

টিউলিপ সিদ্দিক

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার সরকারের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক তার পদ থেকে পদত্যাগ করেছেন। টিউলিপ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার কন্যা। তার পদত্যাগ নিয়ে বিতর্ক ও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এবং বার্তাসংস্থা রয়টার্স এর প্রতিবেদন অনুযায়ী, টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশ ও যুক্তরাজ্যে আর্থিক স্বার্থ-সংঘাতের অভিযোগ উঠেছে। বিশেষত, বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে ৪০০ কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগে তার নাম এসেছে। যুক্তরাজ্যে তার বিরুদ্ধে অভিযোগ, তিনি তার খালা শেখ হাসিনার ঘনিষ্ঠদের কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণ করেছেন, যা নিয়ে বিশেষ সুবিধা প্রদানের প্রশ্ন উঠেছে।

পদত্যাগপত্রে টিউলিপ উল্লেখ করেছেন যে, যুক্তরাজ্যের মিনিস্ট্রিয়াল ওয়াচডগের উপদেষ্টা লরি ম্যাগনাস তার বিরুদ্ধে মন্ত্রিত্বের নীতি ভঙ্গের কোনো প্রমাণ পাননি। তবে, তার বিরুদ্ধে তদন্ত ও অভিযোগের চাপ বিবেচনায় নিয়ে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনোচ সম্প্রতি টিউলিপকে বরখাস্ত করার আহ্বান জানান। ইউকে অ্যান্টি-করাপশন কোয়ালিশনও তাদের বিবৃতিতে টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে গুরুতর ‘স্বার্থ-সংঘাত’ হিসেবে উল্লেখ করেছে। সংস্থাটি মনে করে, তার বিরুদ্ধে আনীত অভিযোগের কারণে যুক্তরাজ্যের আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হতে পারে।

এমপি হিসেবে টিউলিপ সিদ্দিক তার পদ ধরে রাখলেও তার বিরুদ্ধে আর্থিক স্বচ্ছতা ও স্বার্থ-সংঘাত নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। এই ঘটনা যুক্তরাজ্যের রাজনীতি ও আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে এক গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে থেকে যাবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন