কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলায় চারজন নিহত, আহত ৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১০:৩৩ পিএম
ছবি : সংগৃহীত
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলায় চারজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) কিয়েভের সামরিক প্রশাসন এ তথ্য জানিয়েছে।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো টেলিগ্রাম পোস্টের মাধ্যমে জানিয়েছেন, শেভচেনকিভস্কি জেলায় ইতোমধ্যেই চারজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
হামলার কয়েক ঘন্টা আগে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো রাজধানীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি রয়েছে বলে সতর্ক করেছিলেন। তিনি জানান, শহরের বিমান প্রতিরক্ষা সক্রিয় করা হয়েছে।
মেয়র আরও জানান, শেভচেনকিভস্কি জেলার একটি ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে এবং ওই এলাকার একটি পানির পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও, শহরের কেন্দ্রস্থলের কাছে একটি মেট্রো স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে সেটি বন্ধ রাখা হয়েছে।
ইউক্রেনের রাজধানীর প্রাণকেন্দ্রে এই হামলাটি একটি বিরল ঘটনা। সাম্প্রতিক সময়ে রাশিয়ার জ্বালানি ও সামরিক স্থাপনাগুলোতে বিমান হামলা বাড়িয়েছে কিয়েভ।
সম্প্রতি ইউক্রেনীয় সেনাবাহিনী বেশ কয়েকটি রাশিয়ান তেল ডিপোতে হামলা চালিয়েছে। এর মধ্যে রাশিয়ার সারাতোভ অঞ্চলে একটি সামরিক বিমানঘাঁটির কাছে দুটি বড় হামলাও অন্তর্ভুক্ত।
স্থানীয় গভর্নর ইভান ফেডোরভ জানান, শনিবারও জাপোরিঝিয়ার কেন্দ্রে রুশ বাহিনী হামলা চালিয়েছে, এতে দুইজন আহত হয়েছেন। তিনি বলেন, এ হামলায় একটি শিল্প স্থাপনার প্রশাসনিক ভবন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।