Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় সকাল থেকে যুদ্ধবিরতি কার্যকর, বিকেলে বন্দিবিনিময়

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৯:৫৬ এএম

গাজায় সকাল থেকে যুদ্ধবিরতি কার্যকর, বিকেলে বন্দিবিনিময়

ছবি : সংগৃহীত

অবশেষে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে বহুপ্রত্যাশিত যুদ্ধবিরতি চুক্তি।

দীর্ঘ ১৫ মাসের বিধ্বংসী যুদ্ধের অবসানে শনিবার ৮ ঘণ্টার আলোচনার পর ইসরায়েলের মন্ত্রিসভায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি অনুমোদন পাওয়ায় গোটা মধ্যপ্রাচ্যে স্বস্তি ফিরেছে।

চুক্তি অনুযায়ী, রোববার সকালে যুদ্ধবিরতি শুরু হবে এবং বিকেল ৪টায় বন্দিবিনিময়। প্রথম দফায় হামাস ৪ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে। এরপর প্রতি সপ্তাহে ৩ জন করে বাকি ৩০ জিম্মি মুক্তি পাবে। খবর টাইমস অব ইসরায়েলের।

এভাবে ৩ দফায় সব জিম্মিকে মুক্তি দেবে হামাস। অন্যদিকে, প্রথম দফায় ২৪ দিনে মুক্তি পাবেন ১৯০৪ জন ফিলিস্তিনি। এর মধ্যে ৭৩৭ জন কয়েদি এবং ১১৬৭ জন যারা গণহারে আটক হয়েছেন।

মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বুধবার গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তির ঘোষণা দেওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত ছিল।

শনিবার গাজার বেসামরিক প্রতিরক্ষা উদ্ধার সংস্থা জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলায় একটি পরিবারের অন্তত পাঁচ সদস্য নিহত হয়েছেন।

একই দিন সকালে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করার পর জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে জেরুজালেম লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করেছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, চুক্তির উভয়পক্ষ ও মধ্যস্থতাকারীদের সমন্বয়ে গাজার স্থানীয় সময় ১৯ জানুয়ারি (রোববার) সকাল সাড়ে ৮টায় যুদ্ধবিরতি শুরু হচ্ছে।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে কেবল ২০২৩ সালের নভেম্বরে এক সপ্তাহের জন্য যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। সেই সময়ে চুক্তি অনুযায়ী, ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে হামাসের হাতে জিম্মিদের মুক্তি দেওয়া হয়েছিল।

শনিবার সকালে মন্ত্রিসভায় ভোটাভুটির পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, সরকার জিম্মি ফেরত পরিকল্পনা অনুমোদন করেছে। চুক্তিটি যুদ্ধের উদ্দেশ্য অর্জনে সহায়ক হয়েছে বলেও জানানো হয়েছে।

অবশ্য শনিবার হামাস এক বিবৃতিতে জানায়, ইসরায়েল তার আগ্রাসী লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং মানবতার মর্যাদাকে কলঙ্কিত করা যুদ্ধাপরাধে সফল হয়েছে। ইসরায়েলের বিচারবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির প্রথম ধাপের অংশ হিসেবে রোববার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ৭৩৭ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে।

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জসিম আল-থানি জানিয়েছেন, প্রাথমিকভাবে ৪২ দিনের যুদ্ধবিরতিতে গাজায় হামাসের হাতে জিম্মি ৩৩ জন মুক্তি পাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের আগের দিন এই যুদ্ধবিরতি কার্যকর হবে।

যুদ্ধবিরতি রোববার সকাল ৮টা ৩০ মিনিটে কার্যকর হবে। এর ফলে গাজায় দীর্ঘদিনের অবরোধের পর নতুন করে সাহায্যের প্রবাহ শুরু হবে। মিশরের রাফাহ সীমান্তে শত শত ট্রাক সাহায্য নিয়ে প্রস্তুত রয়েছে।

এই সীমান্তটি পূর্বে সাহায্যের জন্য গুরুত্বপূর্ণ প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হলেও, গত বছরের মে মাসে ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি দিকটি নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এটি বন্ধ ছিল।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন