গাজায় কার্যকর যুদ্ধবিরতি, মুক্তি পেল বন্দিরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১০:৫৭ এএম
ছবি : সংগৃহীত
দীর্ঘ ১৫ মাসের বিধ্বংসী যুদ্ধের অবসান ঘটিয়ে ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে বহুল প্রত্যাশিত যুদ্ধবিরতি চুক্তি। এই চুক্তির প্রথম দিনে হামাস মুক্তি দিয়েছে ইসরায়েলি তিন নারী বন্দিকে, যারা পরে রেড ক্রসের মাধ্যমে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তরিত হন।
চুক্তির শর্ত অনুযায়ী, প্রতিজন ইসরায়েলি বন্দির মুক্তির বিপরীতে ৩০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা। এর অংশ হিসেবে ইসরায়েলও মুক্তি দিয়েছে ৯০ জন ফিলিস্তিনি বন্দিকে। ইসরায়েলি কারাগার থেকে মুক্তিপ্রাপ্তরা সবাই নারী ও শিশু।
ইসরায়েলের জেল সার্ভিসের তথ্য অনুযায়ী, প্রথম ধাপেই ৯০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন খালিদা জারার, যিনি পশ্চিম তীরে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন (পিএফএলপি)-এর একজন নেত্রী।
জারার দীর্ঘদিন ধরে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলায় একাধিকবার বন্দি হন। মুক্তিপ্রাপ্তদের মধ্যে শিশুদের সংখ্যাও উল্লেখযোগ্য, যাদের অনেকেই পাথর ছোড়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন।
ফিলিস্তিনি বন্দি ও সাবেক বন্দি বিষয়ক কমিশন এবং প্যালেস্টিনিয়ান প্রিজনার্স সোসাইটির তথ্যমতে, দখলকৃত পশ্চিম তীরে বর্তমানে ইসরায়েলি কারাগারে বন্দি রয়েছেন ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনি। তবে গাজার সাম্প্রতিক সংঘাতের সময় কতজন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে, সে সংখ্যা এখনো স্পষ্ট নয়।
গাজার এই যুদ্ধবিরতি চুক্তি শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বিবেচিত হচ্ছে। তবে দুই পক্ষের মধ্যে অবিশ্বাস এবং দীর্ঘদিনের সংঘাতের প্রেক্ষাপটে এই শান্তি কতটা স্থায়ী হবে, তা নিয়ে সংশয় রয়ে গেছে।