Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে টিকটক ফিরিয়ে আনছেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১১:২৪ এএম

যুক্তরাষ্ট্রে টিকটক ফিরিয়ে আনছেন ট্রাম্প

ছবি : সংগৃহীত

বন্ধের একদিন পর পুনরায় নিজেদের পরিষেবা চালু করতে যাচ্ছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক যুক্তরাষ্ট্রে। চীনা প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্ত নিয়েছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতির পর। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৭ কোটি, যাদের একটি বড় অংশ ব্যবসার সঙ্গে জড়িত।

শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় নিরাপত্তা হুমকির কারণ দেখিয়ে টিকটক নিষিদ্ধ করার একটি আইন কার্যকর হওয়ার পর মার্কিন ব্যবহারকারীদের জন্য চীনা মালিকানাধীন অ্যাপটি বন্ধ করে দেয়া হয়।

আগে প্ল্যাটফর্মটির নিষেধাজ্ঞার পক্ষে থাকা ট্রাম্প রবিবার (১৯ জানুয়ারি) আইনটি বাস্তবায়ন বিলম্বিত করার এবং চুক্তির জন্য আরও সময় দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

এরপরই টিকটক পরিষেবা পুনরায় চালু করার ঘোষণা দেয়। কিছুক্ষণের মধ্যেই অ্যাপটি পুনরায় কার্যক্রম শুরু করে এবং ব্যবহারকারীদের কাছে একটি পপআপ বার্তা প্রদর্শিত হয় যেখানে ট্রাম্পের নাম উল্লেখ করে ধন্যবাদ জানানো হয়।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে এক পোস্টে ট্রাম্প জানান, তিনি টিকটকের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার একটি নির্বাহী আদেশ জারি করবেন। এতে জানিয়ে দেয়া হবে, কোনো প্রতিষ্ঠান টিকটকের সঙ্গে কাজ করলে তাদের কোনো সমস্যায় পড়তে হবে না।

সোমবার দায়িত্ব গ্রহণের পর তিনি অ্যাপটি চালিয়ে যাওয়ার অনুমতি দেবেন বলে ঘোষণা দেন। টিকটক কর্তৃপক্ষ ট্রাম্পের এই ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছে এবং তাকে ধন্যবাদ জানিয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন