Logo
Logo
×

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শপথ গ্রহণ আজ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১১:২৪ এএম

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শপথ গ্রহণ আজ

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শপথ গ্রহণ করবেন। সোমবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে এই অনুষ্ঠান ক্যাপিটল ভবনে অনুষ্ঠিত হবে।

তীব্র শীত এবং হালকা বরফের কারণে এ বছর অনুষ্ঠানটি ইনডোরে আয়োজন করা হয়েছে, যা গত ৪০ বছরের মধ্যে প্রথম। এর আগে সব প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান আউটডোরে অনুষ্ঠিত হয়েছে।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান ও রাজনীতিবিদদের আমন্ত্রণ জানানো হয়েছে। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন এবং শপথের আগে একটি ক্যাম্পেইন সমাবেশে ভাষণ দিয়েছেন।

ট্রাম্প জানিয়েছেন, শপথ গ্রহণের পরপরই তিনি রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশ জারি করবেন। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শপথের পর থেকেই এই আদেশ জারির প্রক্রিয়া শুরু হবে।

তিনি আরও জানান, আদেশের সংখ্যা ১০০ ছাড়াতে পারে। এই নির্বাহী আদেশগুলোর মধ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তি, টিকটক সম্পর্কিত বিষয় এবং প্রথম দিনের কার্যক্রম উল্লেখযোগ্য।

ট্রাম্পের ভাষ্যমতে, তার এই সিদ্ধান্তগুলো প্রশাসনের লক্ষ্যগুলো দ্রুত বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: সিএনএন

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন