Logo
Logo
×

আন্তর্জাতিক

ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১১:৫৩ এএম

ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক ক্যাপিটল হিলে ২০২১ সালের দাঙ্গায় জড়িত ১,৫০০ জনকে ক্ষমা করেছেন দেশটির ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই তিনি এ সিদ্ধান্ত নেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।

শপথ গ্রহণের দিন ওয়াশিংটনের ক্যাপিটল ওয়ান অ্যারেনায় ভাষণ দেওয়ার সময় ট্রাম্প ঘোষণা করেন, ৬ জানুয়ারির ঘটনার জন্য অভিযুক্তদের তিনি ক্ষমা করবেন। এ সময় তার সমর্থকরা ডিসি জেলের বাইরে উল্লাসে ফেটে পড়েন। এক নারী চিৎকার করে বলেন, “ফ্রিডম!”

ডোনাল্ড ট্রাম্প ক্যাপিটল হিল হামলায় জড়িতদের “রাজনৈতিক বন্দি” হিসেবে উল্লেখ করে তাদের ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে এটি স্পষ্ট নয়, তার ক্ষমার আওতা কতদূর পর্যন্ত বিস্তৃত এবং দোষী সাব্যস্ত ব্যক্তিরাও এতে অন্তর্ভুক্ত কিনা।

২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকরা হামলা চালায়। সেদিন কংগ্রেসের যৌথ অধিবেশনে জো বাইডেনকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার প্রক্রিয়া চলছিল। নিরাপত্তা ব্যারিকেড ও ফটক ভেঙে হামলাকারীরা ভবনের ভেতরে প্রবেশ করে এবং সিনেট হলে তাণ্ডব চালায়। তারা তৎকালীন স্পিকার ন্যান্সি পেলোসিসহ আইনপ্রণেতাদের কার্যালয় তছনছ করে। এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ পাঁচজন নিহত হন।

হামলার ঘটনায় ট্রাম্পকে দোষারোপ করে ডেমোক্র্যাটরা তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনলেও সিনেটে পর্যাপ্ত সমর্থন না থাকায় তিনি শাস্তি এড়াতে সক্ষম হন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন