জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করলেন ট্রাম্প
![Icon](https://www.jugerchinta24.net/uploads/settings/iconicon-2-1716039510.jpg)
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০১:৩০ পিএম
![জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করলেন ট্রাম্প](https://www.jugerchinta24.net/uploads/2025/01/online/photos/donald-trump-1-678f4d195e16f.jpg)
ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর প্রথম দিনেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিলের ব্যাপারে নির্বাহী আদেশে সই করা।
এই আদেশ অনুযায়ী, যদি কেউ অবৈধভাবে বা সাময়িক ভিসায় যুক্তরাষ্ট্রে এসে সন্তানের জন্ম দেয়, তাহলে সে শিশু মার্কিন নাগরিকত্ব পাবে না। তবে, যদি কোনো একজন অভিভাবক মার্কিন নাগরিক হন, তাহলে সন্তানের জন্মের পরই মার্কিন নাগরিক হিসেবে স্বীকৃতি পাবে।
তবে ট্রাম্প স্বীকার করেছেন যে, সংবিধানে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সংরক্ষিত থাকায় তার এই আদেশ আইনগত চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। তিনি জানিয়েছেন, জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার একটি হাস্যকর বিষয় এবং তিনি বিশ্বাস করেন যে, এই বিধান পরিবর্তন করার জন্য যথেষ্ট আইনগত যুক্তি রয়েছে।
এছাড়া ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন এবং ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িতদের ক্ষমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসা, পশ্চিম সীমান্তে জরুরি অবস্থা জারি করার মতো একাধিক নির্বাহী আদেশে সই করেছেন।