Logo
Logo
×

আন্তর্জাতিক

এক আফগান যোদ্ধার বিনিময়ে ২ মার্কিন নাগরিককে মুক্তি দেবে আফগানিস্তান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৪:৫৮ পিএম

এক আফগান যোদ্ধার বিনিময়ে ২ মার্কিন নাগরিককে মুক্তি দেবে আফগানিস্তান

ছবি : সংগৃহীত

কাতারের মধ্যস্থতায় করা বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রে আটক একজন আফগান যোদ্ধার বিনিময়ে ২ মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে তালেবান সরকার।

মঙ্গলবার (২১ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, এই বন্দিবিনিময়ের ঘোষণা এমন এক সময়ে এলো, যেদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শপথ গ্রহণ করেন।

২০১৭ সালে ট্রাম্প তার প্রথম মেয়াদে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য তালেবান সরকারের সঙ্গে একটি চুক্তি করেছিলেন। এই চুক্তির ফলে ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করা হয়।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আমেরিকায় বন্দি আফগান যোদ্ধা খান মোহাম্মদকে আমেরিকার নাগরিকদের বিনিময়ে মুক্তি দেওয়া হয়েছে এবং তিনি দেশে ফিরে এসেছেন।

খান মোহাম্মদকে প্রায় ২০ বছর আগে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগাহার প্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছিল। মুক্তির আগ পর্যন্ত তিনি ক্যালিফোর্নিয়ার একটি কারাগারে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন।

কতজন মার্কিন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে তা জানাতে অস্বীকৃতি জানিয়েছে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে, গত বছর তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছিলেন, দুই মার্কিন বন্দিকে আটক রাখা হয়েছে। আরও দুই মার্কিন নাগরিক আটক রয়েছেন বলে মার্কিন গণমাধ্যম জানিয়েছে।

২০২২ সালে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে আফগানিস্তান থেকে মুক্তি পেয়েছেন মার্কিন নাগরিক রায়ান করবেট। তার পরিবার তাকে মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, আমাদের অশেষ কৃতজ্ঞতা যে, তার জীবন রক্ষা করা হয়েছে এবং ৮৯৪ দিন পর তাকে আমাদের কাছে ফিরিয়ে আনা হয়েছে। এটি আমাদের জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং এবং অনিশ্চিত সময় ছিল।

দুই দশকের যুদ্ধে মার্কিন ও ন্যাটো জড়িত থাকার অবসান ঘটাতে তালেবান বিদ্রোহীদের সঙ্গে একটি চুক্তি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু চুক্তি সম্পাদনের এক বছরেরও বেশি সময় পর, ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের জন্য বাইডেন তীব্র সমালোচনার মুখে পড়েন।

নির্বাচনে ট্রাম্পের জয় ঘোষণার পর তালেবান সরকার জানিয়েছিল, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে চায় এবং আশা করছে যে, এটি উভয় দেশের সম্পর্কের উন্নয়নে সহায়ক হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন