তুরস্কের স্কি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৬ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১০:১৮ পিএম
ছবি : সংগৃহীত
তুরস্কের বোলুতে একটি স্কি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬৬ জনের প্রাণহানি ঘটেছে। এই অগ্নিকাণ্ডে আরও অন্তত ৫১ জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গ্র্যান্ড কার্তাল হোটেল নামের ১২ তলা আবাসিক হোটেলে ভোর রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগে। বছরের এই ব্যস্ত সময়ে হোটেলটিতে ২৩৪ জন অতিথি ছিলেন।
তুরস্কের গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, অনেক মানুষ জানালা থেকে বিছানার চাদর বা কাপড় ঝুলিয়ে নিচে নেমে আসার চেষ্টা করছেন।
বোলুর গভর্নর আবদুল্লাআজিজ আয়দিন জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে যে, হোটেলের চারতলায় অবস্থিত রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। এরপর সেটি ওপরের তলাগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে।
হোটেলের কক্ষে আরও কোনও অতিথি আটকে আছে কিনা, তা নিয়ে অনুসন্ধান চলছে।