ইতালির রোম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফ্লাইটে বোমা হামলার হুমকি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১১:০১ এএম
ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এই হুমকি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে জানানো হয়। বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফ্লাইটটি বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে জরুরি অবতরণ করে। বিমানে থাকা ২৫০ জন যাত্রী ও ১৩ জন ক্রুকে নিরাপদে প্লেন থেকে নামিয়ে টার্মিনালে স্থানান্তর করা হয়েছে।
বর্তমানে বোম্ব ডিসপোজাল ইউনিটসহ যৌথবাহিনী বিমানটিতে তল্লাশি চালাচ্ছে এবং নিরাপত্তার স্বার্থে বিমানটি ঘিরে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।