Logo
Logo
×

আন্তর্জাতিক

ইতালির রোম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফ্লাইটে বোমা হামলার হুমকি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১১:০১ এএম

ইতালির রোম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফ্লাইটে বোমা হামলার হুমকি

ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এই হুমকি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে জানানো হয়। বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফ্লাইটটি বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে জরুরি অবতরণ করে। বিমানে থাকা ২৫০ জন যাত্রী ও ১৩ জন ক্রুকে নিরাপদে প্লেন থেকে নামিয়ে টার্মিনালে স্থানান্তর করা হয়েছে। 

বর্তমানে বোম্ব ডিসপোজাল ইউনিটসহ যৌথবাহিনী বিমানটিতে তল্লাশি চালাচ্ছে এবং নিরাপত্তার স্বার্থে বিমানটি ঘিরে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন