Logo
Logo
×

আন্তর্জাতিক

তুরস্কের স্কি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৭৬, আটক ৯

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৫:০২ পিএম

তুরস্কের স্কি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৭৬, আটক ৯

ছবি: সংগৃহীত

পশ্চিম তুরস্কের বোলু পর্বতমালার কার্তালকায়া স্কি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৭৬-এ পৌঁছেছে। বুধবার (২২ জানুয়ারি) তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় রিসোর্টের মালিকসহ ৯ জনকে আটক করা হয়েছে।

মন্ত্রী জানান, নিহতদের মধ্যে ৪৫ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের শনাক্ত করতে ফরেনসিক ইনস্টিটিউটে ডিএনএ পরীক্ষা চলছে।

অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মঙ্গলবার ভোররাতে গ্র্যান্ড কার্তাল হোটেলে। ১২তলা বিশিষ্ট এই রিসোর্টে আগুনের সূত্রপাত হয় স্থানীয় সময় রাত ৩টা ৩০ মিনিটে রেস্তোরাঁর মেঝে থেকে। হোটেলে তখন ২৩৮ জন নিবন্ধিত অতিথি ছিলেন।

বেঁচে ফেরা অতিথিরা জানিয়েছেন, কেউ ধোঁয়ার মধ্যে করিডোর দিয়ে পালিয়েছেন, আবার কেউ জানালা দিয়ে লাফ দিয়েছেন। তারা আরও অভিযোগ করেছেন যে, অগ্নিকাণ্ডের সময় হোটেলের কোনও অগ্নিনির্বাপক অ্যালার্ম বাজেনি। এই ঘটনায় হোটেলের নিরাপত্তা ব্যবস্থার তীব্র সমালোচনা চলছে।

হোটেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ ঘটনার জন্য শোক প্রকাশ করেছে এবং তদন্তে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।

এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান এই মর্মান্তিক ঘটনায় বুধবার জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন।

উল্লেখ্য, শীতকালীন পর্যটন মৌসুম হওয়ায় ইস্তাম্বুল ও আঙ্কারা থেকে বহু পরিবার স্কিইং করতে এই রিসোর্টে এসেছিলেন। দুর্ঘটনার পর উদ্ধারকাজ এখনও চলছে এবং ঘটনার কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন