যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা করেছে ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৯:৫৯ এএম
ছবি : সংগৃহীত
নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে প্রথম বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। এক সংবাদ সম্মেলনে তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন। তবে বাংলাদেশের বিষয়ে ঠিক কী আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে।
স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর বলেন, “আমরা বাংলাদেশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি। তবে এ বিষয়ে বিস্তারিত বলা উচিত হবে না।”
এছাড়া ভারতীয় বার্তাসংস্থা ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া জানিয়েছে, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর সঙ্গে বৈঠকের সময়ও বাংলাদেশের প্রসঙ্গ উঠে আসে।
এদিকে ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন নিয়ে আলোচনা চলছে। চীনকে মোকাবিলার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করার পাশাপাশি দক্ষ কর্মী ভিসার সুযোগ বাড়ানো ভারত সরকারের অন্যতম লক্ষ্য।
তবে ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির কারণে নয়াদিল্লির উদ্বেগও বাড়ছে। মার্কিন পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপকারী দেশগুলোর তালিকায় ভারতের নাম থাকায় ট্রাম্পের পক্ষ থেকে পাল্টা শুল্ক আরোপের আশঙ্কা তৈরি হয়েছে।
উল্লেখ্য, প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। এসময় মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে ট্রাম্প-মোদি বৈঠকের সম্ভাব্য এজেন্ডা নিয়েও আলোচনা হয়।
অন্যদিকে, ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক মজবুত করার প্রচেষ্টার অংশ হিসেবে অবৈধ ভারতীয় অভিবাসীদের দেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু করেছে ভারত। এই পদক্ষেপের মাধ্যমে দিল্লি ওয়াশিংটনকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা এড়ানোর একটি বার্তা দিতে চায়।