Logo
Logo
×

আন্তর্জাতিক

কারাগার থেকে ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৮:২১ পিএম

কারাগার থেকে ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল

ছবি : সংগৃহীত

শনিবার (২৫ জানুয়ারি) আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, বন্দি বিনিময় চুক্তির আওতায় ইসরায়েল কারাগার থেকে ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দিদের স্বাগত জানাতে রামাল্লায় অসংখ্য মানুষ জড়ো হয়েছেন। তারা ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে ধরে স্লোগান দিচ্ছেন এবং বন্দিদের বহনকারী বহরকে ঘিরে রেখেছেন।

হামাস জানিয়েছে, গাজা থেকে চার ইসরায়েলি সেনাকে মুক্তি দেওয়ার বিনিময়ে ইসরায়েল ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে। হামাস এই বন্দিদের তালিকাও প্রকাশ করেছে, যেখানে দীর্ঘদিন কারাভোগকারী এবং দীর্ঘ সাজাপ্রাপ্ত বন্দিরাও রয়েছেন।

আল জাজিরার তথ্যমতে, মুক্তিপ্রাপ্ত বন্দিদের মধ্যে ১২১ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং ৭৯ জন দীর্ঘ মেয়াদের সাজাপ্রাপ্ত। সবচেয়ে বয়স্ক বন্দির বয়স ৬৯ বছর এবং সবচেয়ে ছোট বন্দির বয়স ১৫ বছর।

এর আগে, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে প্রথম দিনে (১৯ জানুয়ারি) ইসরায়েল তিন জিম্মির বিনিময়ে ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়। তখন রয়টার্স জানিয়েছিল, মুক্তি পাওয়া বেশিরভাগ ফিলিস্তিনি বন্দি সম্প্রতি আটক হয়েছেন এবং তাদের বিরুদ্ধে কোনো সাজা ঘোষণা করা হয়নি। চুক্তির প্রথম ধাপে হামাসের হাতে থাকা ৩৩ ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েল কয়েকশ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে এবং ছয় সপ্তাহের মধ্যে এ বন্দি বিনিময় প্রক্রিয়া শেষ হবে।

এ চুক্তির ফলে গাজার ঘনবসতিপূর্ণ এলাকাগুলো থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়িঘরে ফিরে যেতে পারবেন। ত্রাণবাহী ট্রাকগুলো প্রতিদিন গাজায় প্রবেশ করতে পারবে।

চুক্তির দ্বিতীয় ধাপে হামাসের হাতে থাকা বাকি ইসরায়েলি জিম্মিরা মুক্তি পাবে এবং গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হবে। তৃতীয় ধাপে গাজার পুনর্গঠন কাজ শুরু হবে, যা কয়েক বছর সময় নিতে পারে। এ ছাড়া, মৃত ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন