Logo
Logo
×

আন্তর্জাতিক

সিটি মিনিস্টারের পদের পর, এমপি পদ ছাড়ার চাপে টিউলিপ সিদ্দিক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০১:২৪ এএম

সিটি মিনিস্টারের পদের পর, এমপি পদ ছাড়ার চাপে টিউলিপ সিদ্দিক

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে এমপি টিউলিপ সিদ্দিক

যুক্তরাজ্যের বিরোধী দলের নেতা ডেভিড ডগলাস মন্তব্য করেছেন যে, টিউলিপ সিদ্দিককে সবাই ভালো মনে করলেও, তিনি তেমন নন। দুর্নীতির অভিযোগের মুখে চলতি মাসের মাঝামাঝিতে সিটি মিনিস্টারের পদ ছাড়েন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক। এখন তার ওপর এমপি পদও ছাড়ার চাপ বাড়ছে।

সংবাদমাধ্যম ডেইলি মেইল রোববার (২৬ জানুয়ারি) জানিয়েছে, বিরোধী দল টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করেছে। তারা দাবি করছে, তিনি যেন হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসনের এমপির পদও ছাড়েন। এ ব্যাপারে তারা পিটিশনও দায়ের করেছে।

টিউলিপের পদত্যাগের দাবিতে লিফলেট বিতরণ করছে কনজারভেটিভ পার্টি। সেখানে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৩ দশমিক ৯ মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগটি রয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ব্যাপারে কনজারভেটিভ নেতা ডগলাস বলেন, “টিউলিপ ছোট সুন্দর মেয়ে নয়, সবাই তাকে যা ভাবে।”

টিউলিপ সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। অভিযোগ উঠেছে, হাসিনা ও তার পরিবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিলিয়ন বিলিয়ন ডলার লুট করেছে, যার সঙ্গে টিউলিপও জড়িত।

ব্রিটিশ নাগরিক টিউলিপ চাপে পড়েন যখন লন্ডনে তার একটি দামী ফ্ল্যাটের সন্ধান পাওয়া যায়। যেটি তাকে উপহার দিয়েছিল হাসিনা ঘনিষ্ঠ এক ব্যবসায়ী। কিন্তু তিনি এই ফ্ল্যাটের তথ্য গোপন করেন। ধারণা করা হয়, বিশেষ সুবিধা পাইয়ে দিতে টিউলিপ ঘুষ হিসেবে এই ফ্ল্যাট নিয়েছিলেন। এরপরই ব্যাপক চাপের মুখে পড়ে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন তিনি।

টিউলিপ বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেও, স্টারমার জানান, এতে তিনি ব্যথিত হয়েছেন। এমন বক্তব্য দেওয়ার পর স্টারমারও চাপে পড়েন।

সূত্র: ডেইলি মেইল

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন