Logo
Logo
×

আন্তর্জাতিক

মানুষের সমান আইনি অধিকার পেল নিউজিল্যান্ডের মাউন্ট তারানাকি পর্বত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০২:১০ পিএম

মানুষের সমান আইনি অধিকার পেল নিউজিল্যান্ডের মাউন্ট তারানাকি পর্বত

নিউজিল্যান্ডের তারানাকি পর্বত। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডে ‘মাউন্ট তারানাকি’ পর্বতকে মানুষের সমান আইনি অধিকার প্রদান করা হয়েছে। এটি নিউজিল্যান্ডের দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি পবিত্র পর্বত, যা স্থানীয় মাওরি জনগণ তাদের পূর্বপুরুষ হিসেবে গণ্য করে। দীর্ঘ আলোচনা ও আইনি প্রক্রিয়ার পর, পর্বতটির মালিকানা এখন আইনিভাবে নিশ্চিত করা হয়েছে। এটি স্থানীয় মাওরি উপজাতি এবং সরকারের প্রতিনিধিরা একসঙ্গে পরিচালনা করবে।

শুক্রবার (৩১ জানুয়ারি) এক প্রতিবদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এর মানে তারানাকি মাউঙ্গা (মাউন্ট তারানাকি) কার্যকরভাবে নিজের মালিকানা লাভ করবে এবং স্থানীয় আয়ই উপজাতি এবং সরকারের প্রতিনিধিরা এটি পরিচালনা করতে একসাথে কাজ করবে।

সংবাদমাধ্যম বলছে, মাউন্ট তারানাকি নামের এই পর্বতকে স্থানীয় মাওরি জনগোষ্ঠী বরাবরই তাদের পূর্বপুরুষ বলে মনে করে থাকে। অষ্টাদশ এবং ঊনবিংশ শতকের ঔপনিবেশিক শাসকগোষ্ঠী তাদের কাছ থেকে এই পবিত্র ভূমি কেড়ে নিয়েছিল।

অবশেষে দীর্ঘ আলোচনার পর নিউজিল্যান্ড সরকার নতুন আইন পাস করে এই পর্বতকে সম্পূর্ণ মানবিক অধিকার ও দায়িত্ব প্রদান করেছে। বিষয়টিকে ঐতিহাসিকভাবে ন্যায়বিচারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও মনে করা হচ্ছে।

নতুন আইন অনুযায়ী, তারানাকি পর্বতের মানব সত্তার নাম দেওয়া হয়েছে ‘তে কাহুই তুপুয়া’। আইনিভাবে এখন এই পর্বত ও তার আশপাশের ভূমিকে একটি জীবন্ত ও অবিভাজ্য সত্তা হিসাবে গণ্য করা হবে। এতে পর্বতটির সংরক্ষণ, ঐতিহ্যগত ব্যবহার ও এর সুস্থতা রক্ষার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।

মূলত মাওরি জনগণের বিরুদ্ধে উপনিবেশ আমলের অন্যায়ের স্বীকৃতি ও অবিচারের ক্ষতিপূরণ হিসেবে এই আইনটি করা হয়েছে। নতুন আইনি অধিকার তারানাকি পর্বতটির স্বাস্থ্য ও সুস্থতা রক্ষা করতে সাহায্য করবে। এর ফলে, কেউ চাইলেই ওই অঞ্চলটির ভূমি জোর করে কিনতে পারবে না।

এদিকে আইনটি পাস হওয়ার সময় পার্লামেন্টের সদস্যরা সর্বসম্মতভাবে ভোট দিয়েছেন। এছাড়া নিউজিল্যান্ডই হচ্ছে বিশ্বে প্রথম দেশ, যেখানে প্রকৃতিকে আইনিভাবে ব্যক্তি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়।

এর আগে ২০১৪ সালে ‘তে উরেওরা’ নামে এক বিশাল বনভূমিকে এই মর্যাদা দেওয়া হয়েছিল। এরপর ২০১৭ সালে ওয়াঙ্গানুই নদীকেও একই স্বীকৃতি দেয় দেশটি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন