Logo
Logo
×

আন্তর্জাতিক

বাংলাদেশ থেকে গোপনে টিউলিপ সিদ্দিকের তথ্য নিয়ে গেল ব্রিটিশ দল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩০ পিএম

বাংলাদেশ থেকে গোপনে টিউলিপ সিদ্দিকের তথ্য নিয়ে গেল ব্রিটিশ দল

টিউলিপ সিদ্দিক। ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ)। সম্প্রতি বাংলাদেশে এসে দুর্নীতি বিরোধী তদন্ত কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক করেছেন এনসিএ কর্মকর্তারা। 

শনিবার (১ ফেব্রুয়ারি) এই তথ্য জানায় সংবাদমাধ্যম ‘দ্য মেইল অন সানডে’।

গত মাসে হওয়া এই বৈঠকে ব্রিটিশ দলকে বাংলাদেশের কর্মকর্তারা জানান, তারা টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির নতুন তথ্য যোগাড় করতে সমর্থ হয়েছেন।

এনসিএ কর্মকর্তারা বর্তমানে টিউলিপ সিদ্দিকের ব্যাংক অ্যাকাউন্ট এবং ইমেইলের তথ্য যাচাই করতে প্রস্তুত রয়েছেন। ২০১৩ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি করার সময় টিউলিপ সিদ্দিকের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। যেখানে তাকে অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

বাংলাদেশের একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, ব্রিটিশ দলটি ব্রিটেনে বাংলাদেশি কর্মকর্তাদের দ্বারা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভ্যন্তরীণ চুক্তির মাধ্যমে তদন্ত করার প্রস্তাব দিয়েছেন। এছাড়া তারা টিউলিপের বিরুদ্ধে হয়ত তদন্ত করতে পারে।

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলো যদি প্রমাণিত হয় তাহলে তার ১০ বছর বা তারও বেশি সময়ের জেল হতে পারে।

বাংলাদেশি এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, যুক্তরাজ্যের এনসিএ-এর কর্মকর্তারাই এই গোপন বৈঠকটি আয়োজনের প্রস্তাব দেয়। এরপর ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এটি আয়োজন করে।

এরআগেও এনসিএ-এর কর্মকর্তারা বাংলাদেশে এসেছিলেন। সেটি গত বছরের অক্টোবরে। সেবার তারা কথা দিয়ে গিয়েছিলেন, বাংলাদেশ থেকে যেসব অর্থ পাচার করা হয়েছে, সেগুলো ফেরত দিতে তারা সহায়তা করবেন। এদিকে দুর্নীতির অভিযোগের মুখে গত ১৪ জানুয়ারি মন্ত্রিত্ব ছাড়েন টিউলিপ সিদ্দিক।

সূত্র : দ্য মেইল অন সানডে

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন