Logo
Logo
×

আন্তর্জাতিক

‘ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ পেতে মোদি ৩-৪ বার চেষ্টা চালান’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৬ পিএম

‘ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ পেতে মোদি ৩-৪ বার চেষ্টা চালান’

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ পেতে মোদি তিন থেকে চারবার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে যুক্তরাষ্ট্রে পাঠান। সোমবার (৩ ফেব্রুয়ারি) লোকসভায় এমন দাবি করেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তার এ মন্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা।

রাহুল গান্ধী বলেন, যদি তারা ক্ষমতায় থাকতেন, তাহলে মার্কিন প্রেসিডেন্টের শপথের আমন্ত্রণ পেতে কাউকে পাঠাতেন না। তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ নিশ্চিত করতে আমরা কাউকে পাঠাতাম না। আমরা আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে ৩-৪ বার পাঠিয়ে বলতাম না, দয়া করে আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। যদি আমাদের উৎপাদন ব্যবস্থা থাকত এবং এসব প্রযুক্তি নিয়ে আমরা কাজ করতাম, তাহলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাদের এখানে আসত এবং প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাত।”

রাহুল গান্ধীর এমন মন্তব্যের পর কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজ্জু বলেন, “ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে আপনি এমন ভিত্তিহীন কথা বলবেন না।”

ট্রাম্পের শপথের আগে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাষ্ট্রে যান এবং শপথ অনুষ্ঠানে অংশ নেন। রাহুল গান্ধী মূলত শপথ অনুষ্ঠানের আগে জয়শঙ্করের সফর নিয়েই এমন মন্তব্য করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পরবর্তীতে এক্সে একটি পোস্টে রাহুল গান্ধীর এ বক্তব্য প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী এ ধরনের অনুষ্ঠানে যান না। সাধারণত এসব অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দূতরাই অংশ নেন। তিনি আরও বলেন, রাহুল গান্ধী মিথ্যাচার করেছেন এবং গত বছরের ডিসেম্বরে যখন তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন, তখন কোনো মার্কিন কর্মকর্তার সঙ্গে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে মোদির আমন্ত্রণ পাওয়া নিয়ে কথা হয়নি।

সূত্র: এনডিটিভি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন