Logo
Logo
×

আন্তর্জাতিক

আগরতলা মিশনে ভিসা সেবা চালু করল বাংলাদেশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৮ পিএম

আগরতলা মিশনে ভিসা সেবা চালু করল বাংলাদেশ

ছবি : সংগৃহীত

আগামীকাল বুধবার (৫ জানুয়ারি) থেকে ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভিসা ও কনস্যুলার সেবা চালু হবে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আগরতলায় সহকারী হাইকমিশনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৫ থেকে বাংলাদেশ সহকারী হাইকমিশন, আগরতলাতে সব ধরনের ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম চালু হবে।

উল্লেখ্য, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতিসহ কয়েকটি সংগঠনের সমর্থকরা গত ডিসেম্বরে সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা চালিয়েছিল এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছিল।

এরপর নিরাপত্তাহীনতার কারণে বাংলাদেশ সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সহকারী হাইকমিশনের সব ধরনের ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম বন্ধ করে দেয়।

ওই হামলার প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে এবং তীব্র ক্ষোভ প্রকাশ করে একটি প্রতিবাদপত্র তুলে দেয়।

হামলার ঘটনায় ত্রিপুরা রাজ্য পুলিশ পুলিশের তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করে এবং জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তাকে বদলি করে। ভাঙচুরের অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন