Logo
Logo
×

আন্তর্জাতিক

ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনায় নিন্দা জানাল ভারত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৭ পিএম

ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনায় নিন্দা জানাল ভারত

ভেঙে ফেলা হয়েছে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি। ছবি : সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচু্র ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত সরকার। বৃহস্পতিবার মধ্যরাতে ভারত সরকার এক বিবৃতির মাধ্যমে এ নিন্দা জানিয়ে এই কাজকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে দেশটি। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানায়।

ভাঙচুরের বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনটি ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি ধ্বংস করা হয়েছে। এটি দুঃখজনক।’

তিনি আরও বলেন, বাঙালি পরিচয় ও গর্বকে লালনকারী স্বাধীনতাসংগ্রামকে যারা মূল্যায়ন করেন, তারা বাংলাদেশের জাতীয় চেতনার জন্য এই বাসভবনের গুরুত্ব সম্পর্কে অবগত আছেন। এই ভাঙচুরের ঘটনাটির তীব্র নিন্দা জানানো উচিত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও জয়সওয়ালের মন্তব্য প্রকাশ করা হয়েছে। 

সূত্র : এনডিটিভি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন