যুক্তরাষ্ট্রে ফের বিধ্বস্ত যাত্রীবাহী বিমান, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৩ পিএম

ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের আলাস্কার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিমানটি সমুদ্রের বরফের ওপর বিধ্বস্ত হয়ে পড়ায় আরোহীদের সবাই নিহত হন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম এনবিসির এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল মার্কিন বিমান পরিষেবা সংস্থা বেরিং এয়ারের একটি ছোট আকারের সেসনা ক্যাটাগরির বিমান। বেরিং এয়ারের অপারেশনস বিভাগের পরিচালক ডেভিড ওলসেন জানান, স্থানীয় সময় ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ২:৩৭ মিনিটে আলাস্কার উনালাকলিট থেকে নরটন সাউন্ড এলাকার উদ্দেশে উড্ডয়ন করে বিমানটি। কিন্তু যাত্রা শুরুর ৪৫ মিনিট পরই এটি রাডারের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে।
মার্কিন কোস্টগার্ডের মুখপাত্র লেফটেন্যান্ট কমোডর বেঞ্জামিন ম্যাকলিনটায়ার-কোবল জানান, বিমানটি সর্বশেষ বিকেল ৩:১৮ মিনিটে সংকেত পাঠায়। ধারণা করা হচ্ছে, ইঞ্জিনে গুরুতর ত্রুটি দেখা দেওয়ায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়।
উদ্ধারকারী দল আলাস্কার নোম এলাকার ৩৪ মাইল দক্ষিণপূর্বে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। এখন পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করা গেলেও বাকিদের উদ্ধার সম্ভব হয়নি বলে জানিয়েছেন ম্যাকলিনটায়ার-কোবল।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আলাস্কার গভর্নর মাইক ডুনালিভি। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, ‘আমি এবং আমার স্ত্রী রোজ ডুনালিভি— আমরা বেরিং এয়ার ফ্লাইট বিধ্বস্ত হওয়ার ঘটনায় মর্মাহত। নিহত যাত্রী, বিমানচালক ও তাদের স্বজনদের জন্য প্রার্থনা করছি।’
এর আগে গত ২৯ জানুয়ারি ওয়াশিংটনে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাকহক চপার হেলিকপ্টারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পোটোম্যাক নদীতে একটি বাণিজ্যিক বিমান বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় বিমানের
সূত্র : এনবিসি