Logo
Logo
×

আন্তর্জাতিক

দিল্লির মসনদে বিজেপির ফিরে আসা, কি বললেন মোদি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩২ পিএম

দিল্লির মসনদে বিজেপির ফিরে আসা, কি বললেন মোদি

ছবি : সংগৃহীত

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর ভারতের রাজধানী নয়াদিল্লির বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল, ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দিল্লির ক্ষমতায় ফিরেছে দলটি।

ভারতের নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্যানুসারে, ৭০ আসনের বিধানসভায় ৮৫ শতাংশ ভোট গণনার পর বিজেপি ৪৮টি আসনে জয়লাভ করেছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনসংখ্যা ৩৬, ফলে বিজেপি নিরঙ্কুশভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে।

এই ঐতিহাসিক বিজয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, "এটি উন্নয়ন ও সুশাসনের জয়। দিল্লির মানুষের জন্য উন্নয়ন নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো। এই ঐতিহাসিক বিজয়ে আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই।"

মোদি আরও উল্লেখ করেন, "বিজেপির এই জয় আমাদের কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফল। জনগণের আস্থা অর্জন করায় আমরা গর্বিত। আমরা দিল্লির সর্বাত্মক উন্নয়ন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।"

এদিকে, বিজেপির এই বিজয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। আম আদমি পার্টিকে পরাজিত করে দিল্লির ক্ষমতায় ফিরে আসার আনন্দে বিজেপির সদরদপ্তরে নেতাকর্মীরা উৎসবে মেতে উঠেছেন, যদিও ভোট গণনা এখনো পুরোপুরি শেষ হয়নি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন