Logo
Logo
×

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় কুকুরের মাংস নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ৪০% কুকুরের খামার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৩ পিএম

দক্ষিণ কোরিয়ায় কুকুরের মাংস নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ৪০% কুকুরের খামার

ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় কুকুরের মাংস বাণিজ্য নিষিদ্ধের পর দেশটিতে কুকুর খামার বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে। সরকার জানিয়েছে, ২০২৭ সালের মধ্যে এই বাণিজ্য পুরোপুরি বন্ধ করা হবে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে তুরস্কের সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার কৃষি, খাদ্য ও গ্রামীণবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইতোমধ্যেই ৪০ শতাংশ কুকুরের মাংস খামার স্বেচ্ছায় বন্ধ হয়ে গেছে।

চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ার জাতীয় সংসদ কুকুর প্রজনন, জবাই ও বিতরণ নিষিদ্ধ করতে বিশেষ আইন পাস করে। এর ধারাবাহিকতায় সরকার গত আগস্ট থেকে কুকুরের মাংস ব্যবসায়ীদের এই ব্যবসা বন্ধে উৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগ নেয়।

সরকার আশা করছে, ২০২৪ সালের শেষ নাগাদ আরও ৯৩৮টি কুকুরের খামার বন্ধ হয়ে যাবে, যা মোট খামারের প্রায় ৬০ শতাংশ।

২০২৭ সালের ফেব্রুয়ারিতে নতুন আইন কার্যকর হওয়ার আগে পুরোপুরি কুকুরের মাংস বাণিজ্য বন্ধ করার লক্ষ্য নির্ধারণ করেছে দেশটির সরকার। এ লক্ষ্যে ব্যবসায়ীদের স্বেচ্ছায় খামার বন্ধ করতে উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি তাদের জন্য সহজ গাইডলাইন, নতুন ব্যবসা শুরু করতে পরামর্শ এবং আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন