Logo
Logo
×

আন্তর্জাতিক

তিন ইসরাইলি বন্দির বিনিময়ে ৩৬৯ ফিলিস্তিনির মুক্তি দেবে ইসরাইল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৩ পিএম

তিন ইসরাইলি বন্দির বিনিময়ে ৩৬৯ ফিলিস্তিনির মুক্তি দেবে ইসরাইল

ছবি : সংগৃহীত

গাজায় চলমান যুদ্ধবিরতির অংশ হিসেবে হামাস ও প্যালেস্টাইন ইসলামিক জিহাদ (পিআইজে) শনিবার (১৫ ফেব্রুয়ারি) তিন ইসরাইলি বন্দিকে মুক্তি দেবে। বিনিময়ে ইসরাইল ৩৬৯ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।

শুক্রবার সন্ধ্যায় ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।

হামাস-সম্পর্কিত ফিলিস্তিনি বন্দি মিডিয়া অফিসের বিবৃতিতে জানানো হয়েছে, মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিদের মধ্যে ৩৬ জন আজীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন। বাকিদের মধ্যে ৩৩৩ জন গাজার বাসিন্দা, যাদের বেশিরভাগই ২০২৩ সালের ৭ অক্টোবরের পর আটক হন।

বিবৃতিতে আরও বলা হয়, আল-কাসসাম ব্রিগেড (হামাসের সামরিক শাখা) তিন ইসরাইলি বন্দিকে মুক্তি দেবে। তারা হলেন— আলেকজান্ডার (সাশা) টারবানভ, সাগুই ডেকেল-চেন এবং ইয়াইর হর্ন।

হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা এক বিবৃতিতে জানান, শনিবার নির্ধারিত বন্দি বিনিময় চুক্তি অনুসারে তিন ইসরাইলি বন্দিকে মুক্তি দেওয়া হবে।

এর আগে হামাস ঘোষণা দেয়, তারা যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী বন্দি বিনিময়ে প্রতিশ্রুতিবদ্ধ এবং চুক্তির সময়সীমা মেনে চলবে। কাতার ও মিশরের মধ্যস্থতায় ইসরাইলের চুক্তি লঙ্ঘনজনিত প্রতিবন্ধকতা দূর করার প্রচেষ্টা চলছে বলেও জানায় তারা।

এ পর্যন্ত যুদ্ধবিরতির আওতায় হামাস ২১ জন ইসরাইলি বন্দিকে মুক্ত করেছে, যার মধ্যে ১৬ জন ইসরাইলি ও পাঁচজন থাই নাগরিক। বিনিময়ে ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেয়েছে ৫৬৬ জন ফিলিস্তিনি বন্দি।

যুদ্ধবিরতির প্রথম ধাপে তিন সপ্তাহে মোট ৩৩ জন ইসরাইলি ও ১৯০০ ফিলিস্তিনি বন্দি বিনিময়ের কথা রয়েছে। ইসরাইল জানিয়েছে, মুক্তির অপেক্ষায় থাকা ৩৩ জনের মধ্যে ৮ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলে হামাসের নজিরবিহীন হামলায় ২৫১ জনকে বন্দি করে নিয়ে যাওয়া হয়। জবাবে ইসরাইল গাজায় ব্যাপক সামরিক অভিযান চালায়, যেখানে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে ৪৮,৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরাইলের হামলায় গাজার বিশাল অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন