Logo
Logo
×

আন্তর্জাতিক

শান্তির পথে ফিরতে চায় ইউক্রেন: জেলেনস্কি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫১ পিএম

শান্তির পথে ফিরতে চায় ইউক্রেন: জেলেনস্কি

ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ শান্তির পথে এগিয়ে যেতে প্রস্তুত।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে এক পোস্টে জেলেনস্কি লেখেন, ‘আমরা একটি বাস্তব এবং নিশ্চিত শান্তির দিকে যত দ্রুত সম্ভব এগিয়ে যেতে প্রস্তুত।’

এসময় রাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃঢ় সংকল্পের প্রতি নিজ দেশের কৃতজ্ঞতার উপর জোর দেন জেলেনস্কি। তিনি ট্রাম্পের এমন সংকল্প ইউক্রেনের জন্য ন্যায়বিচার ও নিরাপত্তার নিশ্চয়তায় সহায়তা করতে পারবে বলেও আশা করেন।

জেলেনস্কি আরও উল্লেখ করেছেন, ইউক্রেন বৈঠক এবং সরাসরি পরিস্থিতির গভীর মূল্যায়নের জন্য ইউক্রেন ও রাশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত কিথ কেলোগের সফরের অপেক্ষায় রয়েছে।

ইউক্রেনের ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা জানিয়েছে, জেলেনস্কির সঙ্গে আলোচনার পর ভ্যান্স বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো টেকসই এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা।

শুক্রবার শুরু হওয়া ৬১তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে জেলেনস্কি এবং ভ্যান্স সাক্ষাৎ করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন