Logo
Logo
×

আন্তর্জাতিক

স্থায়ী যুদ্ধবিরতির শর্তে সব জিম্মি মুক্তি দিতে রাজি হামাস

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৮ পিএম

স্থায়ী যুদ্ধবিরতির শর্তে সব জিম্মি মুক্তি দিতে রাজি হামাস

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস স্থায়ী যুদ্ধবিরতি হলে ইসরায়েলের সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দিতে প্রস্তুত বলে জানিয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়।

হামাস জানায়, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে ধাপে নয়, বরং সব জিম্মিকে একসঙ্গে ইসরায়েলের কাছে হস্তান্তর করা হবে। তবে এর বিনিময়ে গাজা থেকে স্থায়ীভাবে ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে এবং ইসরায়েলের কারাগারে বন্দি সব ফিলিস্তিনিকে মুক্তি দিতে হবে।

তবে হামাসের এই শর্ত ইসরায়েলি কর্তৃপক্ষ মেনে নেবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ইসরায়েলের ডানপন্থি নেতারা যুদ্ধ বন্ধের বিপক্ষে অবস্থান নিয়েছেন। বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুরোপুরি হামাস নির্মূলের যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা থেকে সহজে সরে আসার সম্ভাবনা কম।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন