Logo
Logo
×

আন্তর্জাতিক

প্রায় এক শতাব্দী পর মিসরে আবিষ্কৃত হয়েছে আরও একটি মমি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২১ পিএম

প্রায় এক শতাব্দী পর মিসরে আবিষ্কৃত হয়েছে আরও একটি মমি

ছবি : সংগৃহীত

প্রায় একশ বছর পর মিসরের লুক্সরে একটি রাজ সমাধি আবিষ্কৃত হয়েছে। ব্রিটেন ও মিসরের যৌথ উদ্যোগে আবিষ্কৃত এই সমাধিটি ফেরাউন দ্বিতীয় থুতমোসের বলে নিশ্চিত করেছে মিসরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজাদের উপত্যকার (দ্য ভ্যালি অব কিংস) পশ্চিম অংশে মিসরের ১৮তম রাজবংশের ফেরাউন দ্বিতীয় থুতমোসের সমাধি পাওয়া গেছে। ১৯২২ সালে রাজা তুতানখামুনের সমাধি আবিষ্কারের পর এটিই প্রথম রাজ সমাধি যা সন্ধান মিললো।

সমাধির উপরে থাকা অ্যালাব্যাস্টার পাত্রে রাজা দ্বিতীয় থুতমোস ও তার স্ত্রী রানি হাতশেপসুতের নাম খোদাই করা ছিল। এই গুরুত্বপূর্ণ চিহ্নের মাধ্যমেই প্রত্নতাত্ত্বিকরা সমাধির পরিচয় নিশ্চিত করতে সক্ষম হন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন