Logo
Logo
×

আন্তর্জাতিক

বাংলাদেশে পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা আছে, দাবি ভারতীয় সেনাপ্রধানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৯ পিএম

বাংলাদেশে পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা আছে, দাবি ভারতীয় সেনাপ্রধানের

ছবি : সংগৃহীত

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী দাবি করেছেন, পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সদস্যরা বাংলাদেশে প্রবেশ করেছেন এবং তারা বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী শিলিগুঁড়ি করিডরের কাছেও গিয়েছিলেন। এই করিডর, যা 'চিকেন নেক' নামে পরিচিত, ভারতের মূল ভূখণ্ডকে উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে সংযুক্ত করেছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেন তিনি।

এক প্রশ্নের উত্তরে ভারতীয় সেনাপ্রধান বলেন, "আমি পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ হিসেবে উল্লেখ করেছি। যদি ওই দেশের সেনা ও গোয়েন্দারা অন্য কোথাও যায়, বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশে, এবং এর সঙ্গে আমাদের স্বার্থ জড়িত থাকে, তাহলে আমি অবশ্যই উদ্বিগ্ন হবো।"

তিনি আরও বলেন, বাংলাদেশের মাটি যেন পাকিস্তান সন্ত্রাসী কার্যক্রমের জন্য ব্যবহার করতে না পারে, সেটিই ভারতের প্রত্যাশা।

সাক্ষাৎকারে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে বলতে গিয়ে জেনারেল দ্বিবেদী জানান, বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ভারতের সম্পর্ক বেশ শক্তিশালী। তবে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন তা স্পষ্ট করেননি। তিনি বলেন, "যখন সেখানে একটি নির্বাচিত সরকার থাকবে, তখন আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত, সেটি আমি বলতে পারব।"

কাশ্মির প্রসঙ্গে ভারতীয় সেনাপ্রধান দাবি করেন, "পাকিস্তান সবসময় কাশ্মির নিয়ে ব্যস্ত থাকে এবং কখনোই এটিকে ভারতের অংশ হিসেবে স্বীকার করবে না। তারা শুধু ভারতবিরোধী প্রচারণাই চালিয়ে যাবে।"

ভারতীয় সেনাপ্রধানের এই মন্তব্যের পর বাংলাদেশ সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন