Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৭ এএম

যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা চেয়ারম্যান অব জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল চার্লস কিউ ব্রাউন-কে বরখাস্ত করেছেন। একইসঙ্গে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রাঙ্কচেট্টি ও বিমান বাহিনীর উপপ্রধান জেনারেল জেমস স্লিফ-কেও অপসারণের ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। জেনারেল ব্রাউনের স্থলাভিষিক্ত হিসেবে বিমান বাহিনীর (অব.) লেফটেন্যান্ট জেনারেল জন ডান কেইন-কে নিয়োগ দিয়েছেন ট্রাম্প, যা নজিরবিহীন সিদ্ধান্ত, কারণ তিনি অবসরপ্রাপ্ত এবং চার স্টার জেনারেলও নন।

ট্রাম্পের প্রতিক্রিয়া ও ভবিষ্যৎ পরিকল্পনা

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জেনারেল ব্রাউনকে ‘ভালো ভদ্রলোক’ ও ‘অসাধারণ নেতা’ হিসেবে উল্লেখ করেন। তবে একইসঙ্গে ইঙ্গিত দেন যে, আরও শীর্ষ সামরিক কর্মকর্তাদের বরখাস্ত করা হবে।

তিনি বলেন, ‘আমি প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে আরও পাঁচজন উচ্চপদস্থ কর্মকর্তার মনোনয়ন চূড়ান্ত করতে নির্দেশনা দিয়েছি, যা খুব দ্রুতই ঘোষণা করা হবে।’

নৌবাহিনীর প্রধান লিসা ফ্রাঙ্কচেট্টি ছিলেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী জয়েন্ট চিফ অব স্টাফ ও প্রথম নারী নৌবাহিনী প্রধান। তবে ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী ২০২৪ সালেই তাঁর নিয়োগ নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন।

এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ট্রাম্প প্রশাসন সশস্ত্র বাহিনীর শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করছে। এবার সেই পরিকল্পনার বাস্তবায়ন শুরু হলো।

সূত্র : রয়টার্স

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন