Logo
Logo
×

আন্তর্জাতিক

ভোটারকে ঘুষি মেরে যুক্তরাজ্যের এমপি মাইক অ্যামসবারির কারাদণ্ড

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২১ পিএম

ভোটারকে ঘুষি মেরে যুক্তরাজ্যের এমপি মাইক অ্যামসবারির কারাদণ্ড

ছবি : সংগৃহীত

ভোটারকে ঘুষি মারার অভিযোগে যুক্তরাজ্যে এমপি মাইক অ্যামসবারিকে ১০ সপ্তাহের কারাদণ্ড দেয়া হয়েছে। সম্প্রতি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এ ঘটনার ভিডিও। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মাইক অ্যামসবারি একজন ভোটারের সাথে তর্ক করার এক পর্যায়ে উত্তেজিত হয়ে তাকে ঘুষি মেরে বসেন। এ ঘটনাটি মাইকের চেশায়ার নির্বাচনী এলাকায় ঘটে। পরবর্তীতে, ভিডিও ফুটেজ প্রকাশের পর মাইক তার ঘুষি মারার কথা স্বীকার করেন এবং তাকে ১০ সপ্তাহের জন্য জেলে পাঠানো হয়।

৫৫ বছর বয়সী মাইক অ্যামসবারি, যুক্তরাজ্যের রানকর্ন এবং হেলসবিকের স্বতন্ত্র এমপি হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করছেন। ৪৫ বছর বয়সী পল ফেলোসকে ঘুষি মারার ভিডিও প্রকাশের পর মাইককে দোষী সাব্যস্ত করে এ কারাদণ্ড দেয়া হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন