Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা অ্যাপলের

Icon

যুগেরচিন্তা২৪ প্রতিবেদন

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৯ পিএম

যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা অ্যাপলের

ছবি : সংগৃহীত

বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল আগামী চার বছরে যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

প্রতিবেদনে বলা হয়, এই বিনিয়োগের মাধ্যমে অ্যাপল যুক্তরাষ্ট্রে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে এবং টেক্সাসে একটি অত্যাধুনিক সার্ভার কারখানা স্থাপন করবে। প্রতিষ্ঠানটির লক্ষ্য হচ্ছে প্রযুক্তিগত অবকাঠামো আরও শক্তিশালী করা এবং স্থানীয় উৎপাদন কার্যক্রমকে সম্প্রসারিত করা।

বিনিয়োগ ঘোষণার পরপরই বিশ্লেষকদের দৃষ্টি পড়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির দিকে। শুল্ক আরোপের ফলে বিদেশে উৎপাদিত অ্যাপল পণ্যের দাম বেড়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে, যা প্রতিষ্ঠানটিকে যুক্তরাষ্ট্রে উৎপাদন সম্প্রসারণে উৎসাহিত করেছে।

প্রসঙ্গত, ট্রাম্প দাবি করেছেন যে অ্যাপলের সিইও টিম কুক তাকে আশ্বস্ত করেছেন, প্রতিষ্ঠানটি মেক্সিকো থেকে তাদের উৎপাদন সরিয়ে যুক্তরাষ্ট্রে নিয়ে আসবে। যদিও অ্যাপলের পক্ষ থেকে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করা হয়নি, তবে বিশেষজ্ঞরা মনে করছেন, বাজার ধরে রাখার কৌশল হিসেবেই অ্যাপল স্থানীয় বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন