Logo
Logo
×

আন্তর্জাতিক

আলাস্কায় বিমান বিধ্বস্ত: সব যাত্রী নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৯ পিএম

আলাস্কায় বিমান বিধ্বস্ত: সব যাত্রী নিহত

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রী নিহত হয়েছেন। উড়োজাহাজটিতে ১০ জন যাত্রী ছিল।

নিউইয়র্ক পোস্ট জানায়, বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল বেরিং এয়ারের একটি সেসনা ক্যাটাগরির বিমান। এই বিমানগুলো ছোট আকারের হয়। বেরিং এয়ারের অপারেশন্স বিভাগের পরিচালক ডেভিড ওলসেন জানান, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুরের দিকে আলাস্কার পশ্চিমাঞ্চলে উনালাকলিট থেকে নরটন সাউন্ড এলাকার উদ্দেশে রওনা হয় উড়োজাহাজটি। যাত্রা শুরুর ৪৫ মিনিটের মধ্যেই রাডার থেকে সংকেত বন্ধ হয়ে যায়।

মার্কিন কোস্টগার্ড আলাস্কা অঙ্গরাজ্য শাখার মুখপাত্র লেফটেন্যান্ট কমোডর বেঞ্জামিন ম্যাকলিনটায়ার-কোবল এক সংবাদ সম্মেলনে বলেন, 'রাডারের রেকর্ড বলছে, সর্বশেষ বিকেল ৩টা ১৮ মিনিটে সংকেত এসেছিল। ধারণা করা হচ্ছে, ইঞ্জিনে গুরুতর ত্রুটি ঘটেছিল, যার ফলে উড়োজাহাজটি বাতাসে ভেসে থাকার ক্ষমতা এবং উড়ার গতি হারিয়ে ফেলে।'

পরে আলাস্কার নোম এলাকা থেকে ৩৪ মাইল দক্ষিণপূর্বে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে ৩ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। উড়োজাহাজটি এমনভাবে বিধ্বস্ত হয়েছে, বাকি ৭ জনের মরদেহ খুঁজে পাওয়া সম্ভব নয় বলে জানান বেঞ্জামিন ম্যাকলিনটায়ার-কোবল।

এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আলাস্কার গভর্নর মাইক ডুনালিভি। এক শোকবার্তায় তিনি ও তার স্ত্রী রোজ ডুনালিভি নিহত যাত্রী ও তাদের স্বজনদের জন্য প্রার্থনা করেন।

এর আগে গত ২৯ জানুয়ারি ওয়াশিংটনে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাকহক চপার হেলিকপ্টারের সঙ্গে একটি যাত্রীবাহী বিমানের মুখোমুখি সংঘর্ষে পাইলটসহ ৬৮ যাত্রীর সবাই নিহত হন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন