Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলা, নিহত ৬

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৭ পিএম

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলা, নিহত ৬

ছবি : সংগৃহীত

রাশিয়া গত রাতে ইউক্রেনের বিভিন্ন এলাকায় ১৬৬টি ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেনের দাবি, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৯০টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে হামলায় ৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

চেরনিহিভ, সামি ও কিয়েভ অঞ্চলে রাশিয়া ব্যাপক হামলা চালিয়েছে।

দোনেৎস্কের পোকরভস্ক এলাকায় এক ব্যক্তি নিহত ও অপর একজন আহত হয়েছেন।

ইউক্রেনের পুলিশ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দোনেৎস্ক অঞ্চলে রুশ হামলায় ৪২টি বসতবাড়ি ধ্বংস হয়েছে।

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া ও যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার প্রস্তুতি নিচ্ছে, তবে আশ্চর্যজনকভাবে এতে ইউক্রেনকে অন্তর্ভুক্ত করা হয়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, "ইউক্রেনকে ছাড়া কোনো শান্তি আলোচনা বাস্তবায়ন সম্ভব নয়।" ইউরোপীয় নেতারাও তার অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন।

ইউরোপীয় নেতাদের দাবি, নিরাপত্তার গ্যারান্টি ছাড়া এই শান্তি আলোচনা কার্যকর হবে না।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাফ কথা, "ইউক্রেনকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ইউরোপের, যুক্তরাষ্ট্রের নয়।"

এই পরিস্থিতিতে ইউক্রেনে যুদ্ধ চলবে, নাকি কোনো সমাধান আসবে—এ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন