Logo
Logo
×

আন্তর্জাতিক

হোয়াইট হাউজে বৈঠক

প্রকাশ্যে বাগ্‌বিতণ্ডার পর জেলেনস্কি বেরিয়ে গেলেন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১১:১৯ এএম

প্রকাশ্যে বাগ্‌বিতণ্ডার পর জেলেনস্কি বেরিয়ে গেলেন

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর হোয়াইট হাউজ ত্যাগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকে প্রকাশ্যে তর্কে জড়িয়ে পড়েন দুই নেতা, যা কূটনৈতিক মহলে বিরল এক ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

বৈঠকে জেলেনস্কি ট্রাম্পের বিরুদ্ধে রাশিয়ার প্রতি নরম মনোভাব নেওয়ার অভিযোগ তুলেন এবং সাফ জানিয়ে দেন, ‘ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনোভাবেই আপোস হওয়া উচিত নয়।’ 

জবাবে ট্রাম্প বলেন, ‘পুতিন একটি চুক্তি করতে চান, আর ইউক্রেনকে কিছু ছাড় দিতে হবে।’ 

তিনি আরও বলেন, ‘আপনি (জেলেনস্কি) বড় সংকটে আছেন, আপনি যুদ্ধ জিততে পারবেন না। চুক্তি করুন, নইলে আমরা বেরিয়ে যাব।’

বৈঠকে উত্তেজনা আরও বাড়ে যখন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেলেনস্কিকে ‘অভদ্র’ বলেন। এর পরিপ্রেক্ষিতে পরিস্থিতি এমন উত্তপ্ত হয়ে ওঠে যে নির্ধারিত যৌথ সংবাদ সম্মেলন হোয়াইট হাউজ বাতিল ঘোষণা করে। কিছুক্ষণের মধ্যেই জেলেনস্কিকে তার প্রতিনিধিদলসহ হোয়াইট হাউজ ত্যাগ করতে দেখা যায়।

তবে হোয়াইট হাউজ ছাড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও ট্রাম্প প্রশাসনকে চারবার ধন্যবাদ জানান। 

তিনি লেখেন, ধন্যবাদ যুক্তরাষ্ট্র, আপনাদের সহায়তার জন্য ধন্যবাদ। এই সফরের জন্যও ধন্যবাদ। প্রেসিডেন্ট, কংগ্রেস ও আমেরিকান জনগণকে ধন্যবাদ। ইউক্রেনের ন্যায্যতা ও স্থায়ী শান্তি প্রয়োজন, আমরা ঠিক সেই লক্ষ্যেই কাজ করছি।

এদিকে, বৈঠকের পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও ওভাল অফিসকে অসম্মান করেছেন। যেদিন তিনি শান্তির জন্য প্রস্তুত হবেন, সেদিন আবার ফিরে আসতে পারেন।

সূত্র : রয়টার্স

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন