পাকিস্তানের বেলুচিস্তানে নারীর আত্মঘাতী বোমা হামলা, নিহত এক সেনা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১১:০৩ পিএম

ছবি : সংগৃহীত
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে দেশটির সেনাবাহিনীর একটি গাড়িবহরকে লক্ষ্য করে এক নারী আত্মঘাতী বোমা হামলা চালিয়েছেন। এতে ওই নারীসহ এক সেনা সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও চারজন সেনা।
সোমবার (৩ মার্চ) কালাত জেলার মুঘলজাই এলাকায় একটি হাইওয়ের কাছে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালাতের ডেপুটি কমিশনার বিলাল শাব্বির। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, হামলার লক্ষ্য ছিল পাকিস্তান সেনাবাহিনীর সীমান্তরক্ষী বিভাগের একটি কনভয়।
এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার পেছনে থাকতে পারে।
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা নতুন কিছু নয়, তবে নারী হামলাকারীর অংশগ্রহণ তুলনামূলক বিরল। যদিও বিএলএ অতীতেও নারী সদস্যদের আত্মঘাতী হামলার কাজে ব্যবহার করেছে।
২০২২ সালের এপ্রিলে সিন্ধু প্রদেশের রাজধানী করাচিতে চীনা পরিচালিত ইউনিভার্সিটি অব কনফুসিয়াস ইনস্টিটিউটে এক নারী আত্মঘাতী হামলা চালিয়ে তিন চীনা নাগরিকসহ কয়েকজনকে হত্যা করেছিলেন। পরে সেই হামলার দায় স্বীকার করে বিএলএ।
বেলুচিস্তান ভৌগোলিকভাবে পাকিস্তানের বৃহত্তম প্রদেশ হলেও এটি দীর্ঘদিন ধরে দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত। আফগানিস্তান ও ইরানের সঙ্গে সীমান্তবেষ্টিত এই অঞ্চলে রয়েছে বিপুল পরিমাণ খনিজ সম্পদ, যা নিয়ে দীর্ঘদিন ধরেই স্বাধীনতার দাবিতে আন্দোলন চলছে।
গত কয়েক বছরে পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী হামলা বেড়ে গেছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সাল ছিল সবচেয়ে রক্তক্ষয়ী বছর, যেখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন হামলায় প্রাণ হারিয়েছেন ১,৬০০ জনের বেশি, যাদের মধ্যে ৬৮৫ জন পুলিশ ও সেনা সদস্য।
সোমবারের হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। তিনি আহত সেনাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
সূত্র: ডন, ব্যারন্স