ভারতীয় সীমান্তের কাছে নজরদারি ড্রোন উড়াচ্ছে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০২:১৬ পিএম

ছবি : সংগৃহীত
ভারতীয় সীমান্তের কাছে তুরস্কের তৈরি অত্যাধুনিক বায়রাক্টার টিবি-টু ড্রোন উড়াচ্ছে বাংলাদেশ, এমনটাই দাবি করেছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই। গত কয়েক মাস ধরে সীমান্ত এলাকায় নজরদারি অভিযানে এসব ড্রোন ব্যবহার করা হচ্ছে বলে জানায় তারা।
ভারতীয় প্রতিরক্ষা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের এই নজরদারি কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে এএনআই আরও জানায়, বাংলাদেশি ড্রোন কার্যক্রমের ওপর নজর রাখতে রাডার স্থাপনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে ভারত।
এএনআই দাবি করেছে, বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ২০ ঘণ্টারও বেশি সময় ধরে নজরদারি মিশনে এই ড্রোন ব্যবহার করছে। তবে সব ক্ষেত্রেই ড্রোনগুলো বাংলাদেশের সীমান্তের ভেতরেই উড়ানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে—এ বিষয়টি নিয়েও উদ্বিগ্ন ভারত।
বিশ্বের ৩০টিরও বেশি দেশে বায়রাক্টার টিবি-টু ড্রোন রপ্তানি করছে তুরস্ক। সিরিয়া, লিবিয়া, আজারবাইজান ও ইউক্রেন সংঘাতে কার্যকর ভূমিকা রাখার কারণে এই ড্রোনের সুনাম ছড়িয়ে পড়েছে। গোয়েন্দা নজরদারি, তথ্য সংগ্রহ ও হামলার সক্ষমতা রয়েছে এই ড্রোনগুলোর।
এদিকে, সীমান্ত পরিস্থিতি শক্তিশালী করতে ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস সম্প্রতি সিকিম ও শিলিগুড়ি করিডোর সংলগ্ন এলাকায় এক মাসব্যাপী সামরিক মহড়া সম্পন্ন করেছে।
এই মহড়ায় টি-৯০ ট্যাংক, মর্টার, ফায়ার আর্মস ও ড্রোন ব্যবহার করে যুদ্ধের প্রস্তুতি ও নজরদারি কৌশল পরীক্ষা করা হয়। ভারতের দাবি, এই মহড়ার মূল উদ্দেশ্য ছিল সীমান্ত সুরক্ষায় সামরিক সক্ষমতা যাচাই করা।
বাংলাদেশের সীমান্ত নজরদারি কার্যক্রম ও ভারতের সামরিক মহড়ার কারণে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।