Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানে সেনানিবাসে জোড়া আত্মঘাতী হামলায় নিহত ২১

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১০:২৪ এএম

পাকিস্তানে সেনানিবাসে জোড়া আত্মঘাতী হামলায় নিহত ২১

ছবি : সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলার একটি সেনানিবাসে জোড়া আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন ২১ জন। নিহতদের মধ্যে ১৫ জন বেসামরিক নাগরিক, যার মধ্যে ৪ জন শিশু ও ২ জন নারী রয়েছেন।

মঙ্গলবার (৫ মার্চ) ইফতারের সময় বিস্ফোরকভর্তি দু'টি গাড়ি সেনানিবাসে ঢুকে বিস্ফোরণ ঘটায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের ধাক্কায় একটি মসজিদ ও বাড়ির ছাদ ধসে পড়ে।

নিহত ছয় হামলাকারী পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর সদস্য বলে শনাক্ত করা হয়েছে। হামলায় আহত আরও ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগের দিন খাইবার পাখতুনখোয়ার একটি মাদ্রাসায় আত্মঘাতী হামলায় শীর্ষ স্থানীয় তালেবান নেতাসহ ছয়জন নিহত হয়েছিলেন।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার পুনঃপ্রতিষ্ঠার পর থেকেই পাকিস্তানে সন্ত্রাসী হামলার মাত্রা বেড়েছে। ২০২৪ সালে পাকিস্তানে সংঘটিত হামলায় ১,৬০০-র বেশি মানুষ নিহত হয়েছেন। খাইবার পাখতুনখোয়া প্রদেশে এসব হামলার ঘটনা সবচেয়ে বেশি ঘটে, যার পেছনে টিটিপি ও তাদের সহযোগী গোষ্ঠীগুলোর হাত রয়েছে।

সূত্র : রয়টার্স, জিও টিভি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন