Logo
Logo
×

আন্তর্জাতিক

পাল্টাপাল্টি শুল্কারোপে উত্তপ্ত বিশ্ব অর্থনীতি, শঙ্কায় যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১২:০৪ পিএম

পাল্টাপাল্টি শুল্কারোপে উত্তপ্ত বিশ্ব অর্থনীতি, শঙ্কায় যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ বর্ধিত শুল্কারোপ কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি, এক মাস না যেতেই চীনের ওপর আরও ১০ শতাংশ শুল্কারোপ করেছে ওয়াশিংটন। তবে এর পাল্টা ব্যবস্থা নিয়েছে এসব দেশ, ফলে বিশ্ব অর্থনীতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে।

বিশ্লেষকদের মতে, বাণিজ্য অংশীদারদের চাপে ফেলতে ট্রাম্প প্রশাসনের এই শুল্কনীতি বিশ্ব অর্থনীতির জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যদিও ওয়াশিংটন দেশীয় উৎপাদন বাড়ানো ও কর্মসংস্থান তৈরির কথা বলছে, তবে এতে যুক্তরাষ্ট্রই ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে বিশ্ব বাণিজ্যে নতুন মেরুকরণের সম্ভাবনা তৈরি হচ্ছে।

সাপ্লাই চেইন বিশেষজ্ঞ ক্যামেরন জনসন বলেন, পাল্টাপাল্টি শুল্কারোপ বিশ্ব বাণিজ্যে নতুন মেরুকরণ সৃষ্টি করছে। ইউরোপীয় দেশগুলো এখন চীন, জাপান ও অস্ট্রেলিয়ার মতো মার্কিন মিত্রদের দিকে ঝুঁকছে। অন্যদিকে, চীনও তাদের বাজারের সুযোগ দিয়ে এসব দেশকে আকৃষ্ট করছে। তিনি আরও বলেন, "বিশ্ব বাণিজ্য আর আগের মতো নেই, আমরা এখন বাণিজ্য যুদ্ধের মধ্যে আছি।"

বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্রের এই নীতির ফলে দেশটিতে আবারও মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। ক্যামেরন জনসনের মতে, "ওয়াশিংটন তার শুল্কনীতি ব্যবহার করে দরকষাকষির সুযোগ নিচ্ছে, বিশেষত তার মিত্রদের সঙ্গে। কারণ, তারা মনে করে এই দেশগুলোর কারণেই যুক্তরাষ্ট্র পিছিয়ে পড়ছে।"

উল্লেখ্য, কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদার, যেখানে দেশটির মোট বাণিজ্যের ৩০ শতাংশ এই দুই দেশের সঙ্গে সম্পন্ন হয়। পরিসংখ্যান অনুযায়ী, এই বাণিজ্যের মূল্য এক দশমিক ৬ ট্রিলিয়ন ডলারেরও বেশি। অন্যদিকে, কৃষিজাত পণ্য রফতানিতে চীনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল যুক্তরাষ্ট্র, যা এই বাণিজ্য যুদ্ধে আরও জটিলতা সৃষ্টি করছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন