
প্রিন্ট: ১৬ মার্চ ২০২৫, ০৪:০৬ পিএম
পাকিস্তানের বেলুচিস্তানে চলন্ত ট্রেনে হামলা, ৪৫০ যাত্রী জিম্মি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৫:৪৩ পিএম

ছবি : সংগৃহীত
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে চলন্ত একটি ট্রেনে সশস্ত্র হামলা চালিয়ে ৪৫০ জনের বেশি যাত্রীকে জিম্মি করেছে জঙ্গিরা। মঙ্গলবার সকালে বোলান জেলার মুশকাফ এলাকায় জাফর এক্সপ্রেস নামের ট্রেনটিতে এই হামলা হয়। হামলাকারীদের ছোড়া গুলিতে ট্রেনের চালক এবং কয়েকজন যাত্রী আহত হন। পরে তারা ট্রেনের নিয়ন্ত্রণ নেয়।
কোয়েটার জ্যেষ্ঠ রেলওয়ে কর্মকর্তা মুহাম্মদ কাশিফ জানিয়েছেন, জঙ্গিরা ট্রেনটির ৯টি বগিতে থাকা যাত্রীদের জিম্মি করেছে। জঙ্গি সংগঠন দ্য বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি জানিয়েছে, তারা ট্রেনের নিরাপত্তা বাহিনী ও যাত্রীদের আটক করেছে। যদিও সরকার বা রেলওয়ে কর্তৃপক্ষ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেনি।
প্রাদেশিক সরকারের মুখপাত্র শহীদ রিন্দ জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাত্রীদের নিরাপদে উদ্ধার করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে নির্দেশ দেওয়া হয়েছে। পার্বত্য অঞ্চল হওয়ায় সশস্ত্র গোষ্ঠীগুলোর জন্য সেখানে কার্যক্রম পরিচালনা সহজ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরে সশস্ত্র আন্দোলন চালিয়ে আসছে বিএলএ। কয়েক মাস আগেও তারা রেলওয়ে স্টেশনে একটি হামলা চালায়, যেখানে পাকিস্তানি সৈন্যসহ বেশ কয়েকজনের মৃত্যু হয়। বেলুচিস্তান প্রদেশে খনিজ সম্পদ এবং কৌশলগত গুরুত্বপূর্ণ গোয়াদর বন্দরে চীনের ব্যাপক বিনিয়োগ রয়েছে, যা এলাকাটিকে জঙ্গি কার্যক্রমের জন্য একটি উত্তপ্ত স্থানে পরিণত করেছে।